২০১৯ সালের ১০ দলের ক্রিকেট বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৮টি। যার ৪৫টিই গ্রুপ পর্বের। অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল একে-অপরের বিপক্ষে খেলবে! গ্রুপ পর্ব শেষে সরাসরি সেমিফাইনাল। এরপর ফাইনাল। এমন ফরম্যাটের বিশ্বকাপ শেষবার দেখা গিয়েছিল ১৯৯২ সালে।
৩০ মে পর্দা উঠে জুলাইয়ের ১৪ তারিখে শেষ হবে ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞ। খেলা হবে ইংল্যান্ড ও ওয়েলসের ১২টি ভেন্যুতে।
রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি নয় প্রতিপক্ষের। অর্থাৎ নকআউট বাদে প্রতি দলকেই খেলতে হবে নয়টি করে ম্যাচ।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির সভা ছিল। সেই সভা শেষে এসব তথ্য জানা গেছে।
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল ২ জুন। কিন্তু তারা আইসিসিকে অনুরোধ করে নিজেদের খেলা তিনদিন পিছিয়ে নিয়েছে। ৫ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।
ভারত ম্যাচ পেছাতে বাধ্য হয়েছে মূলত দেশটির আদালতের এক রায়ে। রায়ে বলা হয়, কোনো বছরের আইপিএল শেষ হওয়ার কমপক্ষে ১৫ দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে জাতীয় দলকে। আগের সূচি ঠিক থাকলে ভারত সেটা পারতো না।