‘চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকায় কোচরা কোনো খোঁজ-খবর রাখেছেন না’ -সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করে ফেঁসে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে আসায় করতে হয়েছে জবাদিহিতা। কোন উপায় না পেয়ে বিসিবির কাছে ক্ষমা চেয়ে পার পেলেও ক্রীড়া সাংবাদিকদের উপর রাগ ঝেড়েছেন এ টাইগার পেসার।
সংবাদ মাধ্যমে করা ওই মন্তব্যের বিষয়ে জানতে চয়ে মঙ্গলবার (৮ মার্চ) বিসিবিতে তলব করা হয়েছিল সাইফউদ্দিনকে। সেখানে তার কাছে মন্তব্যের ব্যাখা চাওয়া হলে ভুল বুঝতে পেরে বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে তার বক্তব্য ‘ভুলভাবে’ প্রকাশ করা হয়েছে উল্লেখ করে সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সাইফউদ্দিন বলেন, ‘আমরা ক্রিকেটাররা না থাকলে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না।’
সাংবাদিকদের দোষারোপ করে সাইফউদ্দিন বলেন, ‘কঠোর তো (বিসিবির অবস্থান) আপনারা (সাংবাদিক) করছেন, আপনারা তিলকে তাল বানান। ছোট একটা জিনিসে বড় ফাঁক তৈরি করে ফেলেন। আমি আসলে তাদের (কোচ) বিরুদ্ধে বলিনি। আপনারা যারা সাংবাদিক আছেন, তারা বক্তব্যের অপব্যবহার করেছেন।’
তিনি বলেন, ‘আমি হয়তো বুঝাতে চেয়েছি অন্যভাবে। আমারও কিছু কথা আমি বুঝিয়ে বলতে পারিনি, এটা আমারই ভুল। এগুলো নিয়েই কথা হয়েছে, কেন এগুলো বললাম, আমি তো বিসিবির টাচে ছিলাম, রিহ্যাবে ছিলাম।’
দম্ভ প্রকাশ করে মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘আজকে ক্রিকেট বোর্ড, আমরা ক্রিকেটাররা যদি না থাকি তাহলে আপনাদের (সাংবাদিক) কোনো অস্তিত্ব থাকবে না। আমরা যদি দেশের বাইরে ট্যুর না করে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণ না করি, আপনারাও দেশের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারবেন না। আমাদের সতর্ক থাকতে হবে, আর আপনাদের পেশাদারিত্ব বাড়াতে হবে।’
টেস্ট ক্রিকেটে অভিষেক না হাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সমান সংখ্যক ২৯টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর থেকেই চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]