অ্যাশেজ ব্যর্থতার ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়েছেন দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। তাদের দুই জনের অনুপস্থিতিতেও ইংল্যান্ড দলের পেস আক্রমণের শক্তি কমবে না বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স।
অ্যাশেজে ইংল্যান্ড দলের ব্যর্থতার পর দলে এসেছে ব্যাপক পরিবর্তন। সেই পরিবর্তনের হাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার না থাকার পরও ইংল্যান্ডের বোলিং লাইন আপকে হালকা করে দেখতে নারাজ ক্যারিবিয়ান কোচ সিমন্স।
তিনি বলেন, ‘এটা সত্য ইংল্যান্ড দলে অ্যান্ডারসন আর ব্রড নেই। তাদের বোলিং লাইন আপে বেশিরভাগই অভিজ্ঞতাসম্পন্ন নয়। তবে তারা ভালো করতে মুখিয়ে আছে। তাদের হালকা করে নেওয়ার কিছু নেই।’
তিন বছরের বিরতিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ইংলিশরা।
এখান থেকেই অনুপ্রেরণা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে চান ক্যারিবিয়ান কোচ। যদিও সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ভারত সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছিল তারা।
এ বিষয়ে ফিল সিমন্স বলেন, ‘সর্বশেষ সফরে ইংল্যান্ডকে আমরা হারিয়েছিলাম। এবারও আমরা আশাবাদী।’
ইংল্যান্ডকে হারানোর জন্য টপ অর্ডারে ভালো শুরুর পর মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারের ব্যাটারদের জন্যও ভালো কিছু করতে হবে বলে মনে করেন ক্যারিবিয়ান কোচ।
তিনি বলেন, ‘ টপ অর্ডার ভালো শুরুর পর মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। না হলে ম্যাচ জেতা সম্ভব হবে না।’
মঙ্গলবার (৮ মার্চ) অ্যান্টিগাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে বার্বাডোস এবং গ্রানাডায়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]