সীমিত ওভারে জিম্বাবুয়ের নতুন অধিনায়ক ক্রেইগ আরভিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ পিএম, ০৮ মার্চ ২০২২
সীমিত ওভারে জিম্বাবুয়ের নতুন অধিনায়ক ক্রেইগ আরভিন

সীমিত ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রেইগ আরভিন। এছাড়াও তিন ফরম্যাটেই সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রেগিস চাকাভা। সীমিত ওভারের দায়িত্ব পেলেও টেস্ট অধিনায়ক হিসেবে শন উইলিয়ামসই দায়িত্ব পালন করে যাবেন।

দীর্ঘদিন ধরেই জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আরভিন। তার নেতৃত্বেই আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কায় খেলেছিল জিম্বাবুয়ে দল। এছাড়াও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা একমাত্র টেস্টেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১৫ ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন।

জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ১৮ টেস্ট, ১০২ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আরভিনের। এ কারণেই তার উপর ভরসা রাখতে চাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

শুধু অধিনায়ক নয়, কোচের পদেও কিছুটা রদ-বদল এনেছেন জিম্বাবুয়ে ক্রিকেট। নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের সাবেক হেড কোচ ল্যান্স ক্লুজনার। সর্বশেষ ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ে ক্রিকেটে একই দায়িত্ব পালন করেছিলেন তিনি।

স্টুয়ার্ট ম্যাটসিকেনিয়ারির বদলি হিসেবে ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন ক্লুজনার। ম্যাটসিকেনিয়ারিকে সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। জিম্বাবুয়ের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের লালচাঁদ রাজপুত।

এছাড়াও অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচও নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। এ পদে দায়িত্ব পালন করবেন প্রসপার উটসেয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিক্সিং কাণ্ডে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞায় টেইলর

ফিক্সিং কাণ্ডে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞায় টেইলর

আবারও স্থগিত আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ

আবারও স্থগিত আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ

টেইলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত গম্ভীর

টেইলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত গম্ভীর

অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ জিম্বাবুয়ের যুব ক্রিকেটার

অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ জিম্বাবুয়ের যুব ক্রিকেটার