বিশ্বকাপের পরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন এই স্পিনার। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ভারতীয় স্কোয়াডে ফিরেছেন তিনি।
মোহালিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছিল ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় একাদশে ছিলেন না স্পিনার কুলদ্বীপ যাদব। তাকে দল থেকে বাদ দিয়ে অক্ষর প্যাটেলকে দলে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে এই দুই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরলেন অক্ষর প্যাটেল। তার দলে নিতে কুলদ্বীপ যাদবকে ছেড়ে দিয়েছে ভারতীয় দল।
এ বিষয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘অক্ষর আমাদের প্রথম পছন্দ। ওর বদলি হিসেবে কুলদ্বীপকে দলে নেওয়া হয়েছিল। এখন অক্ষর সুস্থ হওয়ায় তাকে (কুলদ্বীপ) ছেড়ে দেওয়া হয়েছে।’
ভারতের হয়ে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলেছেন অক্ষর প্যাটেল। এ সময় ভারতের হয়ে শিকার করেছেন ৯৪ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]