২৪ এপ্রিল শচীনের পাশাপাশি ফ্লেমিংয়েরও জন্মদিন। এ দুজনকে একই ফ্রেমে আটকে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইটে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ফুটে উঠেছে ফ্লেমিংয়ের বীরত্ব। দেখা যাচ্ছে, তিনি লিটল মাস্টারকে বোল্ড করছেন। এই ভিডিও দেখে খেপেছে শচীন-ভক্তরা।
ভিডিওটি ২০০০ সালের কার্লটন এন্ড ইউনাইটেড সিরিজের। সেই ম্যাচে শচীনকে বোল্ড করেছিলেন ফ্লেমিং। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘শুভ জন্মদিন ফ্লেমিং’!
ভারতের শচীন ভক্তরা বিষয়টি ভালভাবে যে নেয়নি তার প্রমাণ তাদের পাল্টা টুইট। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এই শচীনই কিন্তু ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছিলেন।’
কালাই সেলভান নামের আরেক জন পাল্টা তোপ দেগেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সেই ভিডিওর নীচে শচীনের আরেকটি ভিডিও পোস্ট করেছেন কালাই। ফ্লেমিংয়ের বলে বিশাল এক ছক্কা মারার ভিডিওর ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, ‘তোমরা যাকে সুইং কিং বল, তার বোলিংয়ে আমাদের শচীনের একটি মাস্টার স্ট্রোক দেখাতে বোধহয় ভুলে গেছ।’