প্রচুর বৃষ্টি হয়েছিল, মাঠ খেলার অবস্থায় ছিল না: নিগার সুলতানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৭ মার্চ ২০২২
প্রচুর বৃষ্টি হয়েছিল, মাঠ খেলার অবস্থায় ছিল না: নিগার সুলতানা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারলেও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে একপেশে লড়াইয়ে হেরেছে নিগার সুলতানা বাহিনী। এ হারের জন্য খেলার অনুপযোগী মাঠকে দায়ী করেছেন তিনি।

সোমবার (৭ মার্চ) ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে নয় উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। বৃষ্টির পর মাঠে খেলার উপযোগী ছিল না বলে জানান বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘আমি বলতে চাই খেলার জন্য মাঠ যোগ্য অবস্থায় ছিল না । সেখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। এরপরেও আমরা সেখানে খেলেছি।’

এই মাঠে খেলার জন্য বোলার এবং ফিল্ডারদের বেশ অসুবিধা হয়েছে বলে জানান অধিনায়ক। তা মতে পরের ম্যাচগুলোর জন্য ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করতে হয়েছে তাকে।

তিনি বলেন, ‘এখানে বোলাররা বল করতে পারে নাই। ফিল্ডাররা বল ভালভাবে দেখতে পারেনি। আমি আমার ফিল্ডারদের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। কারণ টুর্নামেন্টে আমাদের আরও পাঁচটি ম্যাচ বাকি আছে। এই ধরনের কন্ডিশনে খেলা আমাদের জন্য খুবই কঠিন ছিল।’

ব্যাটিংয়ে ভালো শুরু করেও শেষ পর্যন্ত ১৪০ রানে থামে বাংলাদেশ নারী দল। নিউজিল্যান্ডের মূল বোলারদের ভালোভাবে খেলতে পারলেও পার্ট টাইম স্পিনার অ্যামি সেটারওয়েটথের কাছে পরাস্ত হয়েছে তিন টাইগ্রেস ব্যাটার। এ নিয়ে নিজের হতাশ লুকাননি অধিনায়ক নিগার সুলতানা।

‘এটা (পার্ট টাইম বোলারকে উইকেট দেওয়া) বেশ হতাশাজনক ছিল কারণ আমরা তাদের মূল তিন বোলারকে খুব ভালভাবে খেলেছি। কিন্তু আমরা আমাদের উইকেট ওদের পার্টটাইম বোলারদের দিয়েছি। এটা খুব হতাশাজনক ছিল। আমি মনে করি এটা নিয়ে আমাদের কাজ করা দরকার । কীভাবে আমরা এই ধরনের পরিস্থিতিতে আমাদের ব্যাটিংয়ে আরও মনোনিবেশ করবো, সেটা নিয়েও কাজ করতে হবে।’

দলের অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন ওপেনার ফারজানা হক। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রাপ্তি বলতে ফারজানার এই জয়। তাই তাকে প্রশংসায় ভাসাতে একটু ভাবেননি টাইগ্রেস কাপ্তান।

তিনি বলেন, ‘আমি ফারজানার জন্য গর্বিত। সে বিশ্বকাপে তার প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছে। সে যেভাবে ব্যাটিং করেছে - এটি দুর্দান্ত। আমার ধারণা এখানে আমি মনে করি আমরা একটি ভালো একটা সংগ্রহ পেয়েছি। তাই আমি সত্যিই এটার প্রশংসা করি এবং আমি আশা করি যে সে এটাকে এগিয়ে নিয়ে যাবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের

বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ দেওয়ার বিশাল সুযোগ: নিগার সুলতানা

বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ দেওয়ার বিশাল সুযোগ: নিগার সুলতানা

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’