ভারতের ক্রিকেট ইতিহাসে কপিল দেব নামটি বেশ সম্মানিত। শুধু ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানোর জন্যই নয়, ব্যক্রিগত রেকর্ড কিংবা পরিসংখ্যানের দিক দিয়েও অনন্যা। ভারতের ইতিহাসে তাকে বলা হয় সর্বকালের সেরা অলরাউন্ডার। এবার তার একটি রেকর্ড টপকে গেলেন উত্তরসূরী রবিচন্দ্রন আশ্বিন।
১৯৯৪ সালে কপিল দেব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে ৪৩৪ নম্বরটি ছিল ভারতীয় ক্রিকেটের গর্ব। কেননা এই সংখ্যা দ্বারা তিনি ছাড়িয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড কিংবদন্তি রিচার্ড হ্যাডলির ৪৩১ টেস্ট উইকেটের রেকর্ড।
২০০১ সালের পর অবশ্য টেস্টে কপিলের ৪৩৪ উইকেট ছাড়িয়ে গিয়েছিলেন উইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। এরপর আরও আটজন বোলার কপিলকে ছাড়িয়ে গেছেন। তবে ভারতের হয়ে তার উপরে ছিলেন কেবল অনিল কুম্বলে। দুইয়ে ছিলেন কপিল।
প্রায় দুই দশক ধরে ভারতের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহকের ধরে রেখেছেন কুম্বলে। তবে কপিলকে হটতে হলো। তাকে হটিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহকের দ্বিতীয় স্থানটা নিজের করে নিয়েছেন অফ-স্পিনার আশ্বিন।
রোববার (৬ মার্চ), শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চারিথা আসালাঙ্কার উইকেট নেয়ার মধ্যে দিয়ে কপিলকে টপকে যান আশ্বিন। ৮৫ টেস্টে আশ্বিনের উইকেট সংখ্যা এখন ৪৩৬। ৬১৯ উইকেট নিয়ে সবার উপরে কুম্বলে।
আশ্বিনের এমন কীর্তির পর ম্যাচশেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এই কৃতিত্ব অর্জন করা তার ক্রিকেট ক্যারিয়ারে একটি বড় বিষয়। আমি দীর্ঘদিন ধরে আশ্বিনকে দেখছি। যতবারই আমি তাকে দেখছি, মনে হচ্ছে সে আরও ভালো করছে।’
আশ্বিনের অভিজ্ঞতা এবং খেলা নিয়ে সচেতনতা নিয়ে খুশি রোহিত। ভারতের অধিনায়ক আরও বলেন, ‘অশ্বিন আমার চোখে সর্বকালের দুর্দান্ত এক খেলোয়াড়। সে এত বছর ধরে খেলছে এবং অনেক ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]