বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ চলাকালে একটা গুঞ্জন চারদিকে মাথাচাড়া দিয়ে উঠেছিল। পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছিল যে, বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ রেখে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে যাচ্ছেন রশিদ খান। যদিও খবরটি ভিত্তিহীন ছিল।
এই খবরের পরই রশিদকে নিয়ে আলোচনার শুরু। তখনই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন রশিদ। এবার তিনি জানালেন, তার কাছে দেশ সব কিছুর ঊর্ধ্বে। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের শেষে রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, তিনি জাতীয় দায়িত্ব রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে রাজি নন।
রশিদ খান বলেন, ‘জাতীয় দায়িত্ব মানে জাতীয় কর্তব্য। আপনি জাতীয় দলের হয়ে ভালো করেন আর খারাপ করেন, সেটা আলাদা ব্যাপার। এটা খেলোয়াড়দের নিয়ন্ত্রণে নেই। সামগ্রিকভাবে আমি মনে করি যেখানেই যাই এবং খেলি না কেন; যখন জাতীয় দলের খেলা থাকে, আমাকে সেখানে থাকতেই হবে।’
রশিদ আরও বলেন, ‘আমি কার্যকর কি না সেটা কথা নয়, আমার উপস্থিতি সমস্ত তরুণদের কাছে যে বার্তাটা দেবে এর চেয়ে বড় আর কিছু নেই। জাতীয় দায়িত্বের সময় যেখানেই যাই ঘটুক না কেন, তা ছেড়ে দিয়ে আপনাকে দেশের জন্য আসতে হবে।’
আজকে নিজের অবস্থানের পেছনে আফগানিস্তানের অবদান মনে করিয়ে দিলেন এই লেগ-স্পিনার। তিনি বলেন, ‘আজ আমি আমার জাতীয় দলের কারণে এখানে আসতে পেরেছি। আফগানিস্তান আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। যদি আফগানিস্তান দল না থাকতো, আমি জানি না আমি কোথায় থাকতাম।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না আমি কী করতাম। আফগানিস্তান আমাকে সব দিয়েছে। যত সম্মান, সুনাম - সবই দিয়েছে। আমাকে এই বিষয়টাকে সম্মান করতে হবে। আমাকে আমার দলের জন্য যে কোনো জায়গায়, যেকোনো সময় প্রস্তুত থাকতে হবে।’
রশিদ জানিয়েছেন, তিনি দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছেন। আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কারণে বোর্ড ঘরের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি। আবারও ঘরের মাটিতে ম্যাচ খেলা তার কাছে বিশ্বকাপ জয়ের চেয়ে বড় স্বপ্ন।
রশিদ বলেন, ‘নিজের দেশে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন। এটা আমার দলের জন্য বিশ্বকাপ জয়ের চেয়েও বড় স্বপ্ন। ঘরের মাটিতে আমরা বাংলাদেশ দলের সমর্থন দেখেছি। এটা অন্যরকম অনুভূতি। আমি আমার দেশেও একই অনুভূতি চাই। আশা করি এটা শীঘ্রই হবে। এটা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]