জাদেজার ক্যারিয়ার সেরা ইনিংসে `রান পাহাড়ে' ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৫ মার্চ ২০২২
জাদেজার ক্যারিয়ার সেরা ইনিংসে `রান পাহাড়ে' ভারত

অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে মোহালি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। জাদেজার অপরাজিত ১৭৫ রানের ভর করে ৮ উইকেটে ৫৭৪ রানে নিজেদের প্রথম  ইনিংস ঘোষনা করেছে  রোহিত শর্মা বাহিনী ভারত। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১০৮ রানে থেমে লঙ্কানরা। তৃতীয় দিনের শুরুতে ৪৬৬ রানে পিছিয়ে থেকে শুরু করবে শ্রীলঙ্কা।

বিরাট কোহলির শততম টেস্টের প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৬ উইকেটে ৩৫৭ রান তুলেছিল ভারত। ৯৬ রান করে ফিরে যান উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। পান্থ ফিরলেও জাদেজা ৪৫ ও রবিচন্দন অশ্বিন ১০ রানে অপরাজিত ছিলেন।

পান্থের সাথে ষষ্ঠ উইকেটে ১০৪ রানের যোগ করার পর সপ্তম উইকেটে অশ্বিনকে নিয়ে ১৩০ রানের জুটি গড়ে জাদেজা। অশ্বিন ৬১ রানে আউট হলেও উইকেটে টিকে ছিলেন জাদেজা। 

ভারতীয় ইনিংসের ১১১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন জাদেজা। ১৬০তম বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন তিনি। এর আগে ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জাদেজা।

সেঞ্চুরির পর ব্যাট হাতে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান জাদেজা। নবম উইকেটে মোহাম্মদ সামির সাথে ৯৪ বলে ১০৩ রান তোলেন। শেষ পর্যন্ত ২২৮ বলে ১৭ চার ও তিন ছক্কায় ১৭৫ রানের  ইনিংস খেলেন তিনি। ২০ রানে অপরাজিত থাকেন সামি। শ্রীলঙ্কার হয়ে এম্বুলদেনিয়া, সুরাঙ্গা লাকমাল ও বিশ্ব ফার্নান্দো দুইটি করে উইকেট শিকার করেন।

ভারতের ইনিংস ঘোষনার পর ব্যাট হাতে নেমে বেশি একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে ১০৮ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বসে। ভারতের হয়ে অশ্বিন দুইটি এবং বুমরাহ ও জাদেজা একটি করে উইকেট নেন। দিন শেষে পাথুম নিশাঙ্কা ২৬ ও চারিথ আশালাঙ্কা ১ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর : (টস-ভারত)
ভারত : ৫৭৪/৮ ডি, ১২৯.২ ওভার (জাদেজা ১৭৫*, পান্থ ৯৬, লাকমাল ২/৯০)।
শ্রীলঙ্কা: ১০৮/৪, ৪৩ ওভার (করুণারত্নে ২৮, নিশাঙ্কা ২৬*,অশ্বিন ২/২১)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তিতে ৫ কোটি থেকে ১ কোটির গ্রেডে ধাওয়ান-হার্দিক

কেন্দ্রীয় চুক্তিতে ৫ কোটি থেকে ১ কোটির গ্রেডে ধাওয়ান-হার্দিক

স্বপ্নের নায়কের কাছ থেকে শততম টেস্টের ক্যাপ পেলেন কোহলি

স্বপ্নের নায়কের কাছ থেকে শততম টেস্টের ক্যাপ পেলেন কোহলি

আইপিএল যুগে শততম টেস্ট, তরুণদের অনুপ্রেরণা নিতে বললেন কোহলি

আইপিএল যুগে শততম টেস্ট, তরুণদের অনুপ্রেরণা নিতে বললেন কোহলি

আইপিএল শেষে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা

আইপিএল শেষে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা