টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৫ মার্চ ২০২২
টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন রশিদ

শেন ওয়ার্নের মৃত্যুতে পুরো ক্রিকেট জুড়ে চলছে শোকের আবহ। হাজারো ক্রিকেট সমর্থক ক্রিকেট ওয়ার্নের মৃত্যু মেনে নিতে পারেনি। তেমনি তার মৃত্যু মেনে নিতে পারেননি আফগান স্পিনার রশিদ খান। জানালেন, টেস্ট ক্রিকেট নিয়ে ওয়ার্নের সাথে কাজ করতে চেয়েছিলেন।

শনিবার (৫ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। ইনিংসের বিরতিতে ব্রডকাস্টারদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে শোক প্রকাশ করেন রশিদ খান।

রশিদ খান জানান, ক্রিকেটার হিসেবে ওয়ার্নের মৃত্যু নেওয়া নেওয়া কঠিন। তিনি বলেন, ‘ক্রিকেটার হিসেবে এটা মেনে নেওয়া কঠিন। সব ক্রিকেটারের জন্য এটা এক ধরনের শক ছিল। বিশ্বের সব ক্রিকেটারের জন্য অনুকরণীয় ছিলেন।’

বিগব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেললেও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ওয়ার্নের সাথে কাজ করেছিলেন রশিদ খান। সেসময় তার কাছ থেকে নিয়েছিলেন বোলিং টিপস।

এ বিষয়ে রশিদ বলেন, ‘মেলবোর্নে তার পাশে থেকে বোলিং করাটা আমার জন্য গর্বের বিষয়।’

ওয়ার্নের মতো নিজেও লেগ স্পিনার রশিদ খান। লেগ স্পিনার হওয়ার সুবাদে টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য ওয়ার্নের কাছ থেকে ভালো করার টোটকা নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই টোটকা আর নিতেন পারলেন না রশিদ।

এ লেগ স্পিনার বলেন, ‘আমি তার সাথে কাজ করতে মুখিয়ে ছিলাম, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শেন ওয়ার্নকে ‘বাঁচাতে’ বন্ধুরা ২০ মিনিট চেষ্টা করেছিল

শেন ওয়ার্নকে ‘বাঁচাতে’ বন্ধুরা ২০ মিনিট চেষ্টা করেছিল

ওয়ার্নের লেগ স্পিন শিল্পের ‘সেরা’ আট

ওয়ার্নের লেগ স্পিন শিল্পের ‘সেরা’ আট

এমসিজিতে হচ্ছে ওয়ার্নের নামে বিশেষ স্ট্যান্ড

এমসিজিতে হচ্ছে ওয়ার্নের নামে বিশেষ স্ট্যান্ড

রড মার্শের ‘সঙ্গী’ হলেন ওয়ার্ন

রড মার্শের ‘সঙ্গী’ হলেন ওয়ার্ন