ক্রিকেটারদের কাছে বাউন্সার একটি ঘাতকের মতো। বাউন্সারে যতটা নিঁখুতভাবে না হুক করা যায়, তারচেয়ে বেশি ছেড়ে দিতে হয়। কখনো সপাট এসে আঘাত করে হেলমেটে। তাই বাউন্সার নিষিদ্ধ করা নিয়ে চারদিকে রব উঠেছিল। বিষয়টা গড়িয়েছিল আলোচনা পরামর্শ অবধি।
তবে ক্রিকেটের নিয়মকানুন নিয়ে কাজ করা বিখ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে, বাউন্সার নিষিদ্ধের কোনো প্রয়োজন নেই। ক্রিকেটের সৌন্দর্য্যের জন্যই বাউন্সার থাকা উচিত বলেই মনে করেছে তারা।
শুক্রবার (৪ মার্চ) ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় , ‘অনেক বিশ্লেষণ করার পর এমসিসি বাউন্সার আইনে কোনো পরিবর্তনের পক্ষে না।’ এমসিসি সব দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। কেননা আইন অনুযায়ী ব্যাটাররা পূর্ণ সুরক্ষা পাচ্ছেন। বোলারদের জন্যও রয়েছে শাস্তি এবং নিষেধাজ্ঞার নিয়ম।
এমসিসির একজন মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘বাউন্সার নিষিদ্ধের পরামর্শটি ক্রিকেটের সাথে সম্পৃক্ত অনেকের কাছেই পৌঁছেছে। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে ক্লাবের বিভিন্ন কমিটি এবং উপ-কমিটির মধ্যেও আলোচনা হয়েছিল। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে।’
এমসিসি’র পক্ষে জেমি কক্স বলেন, ‘আইনের মূল দিকটি হলো সকল স্তরের জনন্য ভারসাম্যতা নিশ্চিত করা। আমাদের পরামর্শের ফলাফল দেখাচ্ছে যে, বাউন্সার খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রকৃতপক্ষে, এটি পরিবর্তন করলে খেলাটিই বস্তুগতভাবে পরিবর্তন হয়ে যাবে। তাই আমরা পরিবর্তনের পক্ষে না।’
তিনি আরও বলেন, ‘আইন আম্পায়ারদের হস্তক্ষেপ করার অনুমতি দেয। আম্পায়াররা যদি মনে করে যে স্ট্রাইকে থাকা ব্যাটারের নিরাপত্তার প্রয়োজন আছে। তখন আম্পায়াররা তাদের বিচক্ষণ ক্ষমতা ব্যবহার করতে পারবেন। আমরা সবসময়ই আঘাতের ঝুঁকি কমানোর ব্যাপারটা নিশ্চিয়তা দিয়ে আসছি।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]