দিনের হিসেবে এখনও একটি দিন পার হয়নি। এতেই ওপারে পাড়ি জমিয়েছেন ক্রিকেট ইতিহাসের দুই কিংবদন্তি রড মার্শ আর শেন ওয়ার্ন। রড মার্শের মৃত্যুতে মাত্র ১২ ঘণ্টা আগেই শোক প্রকাশ করেছিলেন ওয়ার্ন। এবার তারই সঙ্গী হলেন কিংবদন্তি এই লেগ স্পিনার।
রড মার্শের মৃত্যুর দিনে ওপারে পাড়ি জমানো ওয়ার্ন অবস্থান করছিলেন থাইল্যান্ডে। সেখানে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ছুটি কাটাতে এসেই ওপারে পাড়ি জমালেন এই কিংবদন্তি। অথচ ছুটি কাটাতে এসেই জানিয়েছিলেন, ফিট হয়ে উঠবেন। আর ফিট হয়ে ওঠা হলো না তার।
বিভিন্ন সময়ই বিতর্কিত কর্মকান্ডের জন্য আলোচনায় আসা ওয়ার্ন অসুস্থ এমন খবর সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে আসেনি। এ কারণেই তার মৃত্যুর খবর মেনে নেওয়া যে কারও জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ইউক্রেন যুদ্ধ কিংবা সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সবসময়ই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সরব থাকতেন ওয়ার্ন। এমনকি মৃত্যুর ১২ ঘণ্টা আগেও সাবেক ক্রিকেটার রড মার্শের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন। এবার সেই রড মার্শের পথেই হাটলেন তিনি।
Sad to hear the news that Rod Marsh has passed. He was a legend of our great game & an inspiration to so many young boys & girls. Rod cared deeply about cricket & gave so much-especially to Australia & England players. Sending lots & lots of love to Ros & the family. RIP mate
— Shane Warne (@ShaneWarne) March 4, 2022
এইতো কিছুদিন আগেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপরই ইংলিশদের কোচের পদ থেকে বরখাস্ত হন ক্রিস সিলভারউড। তখন ওয়ার্ন বলেছিলেন, ইংলিশদের কোচের পদে যেতে চান।
ইচ্ছা প্রকাশ করার পর এখনও ইংল্যান্ডের প্রধান কোচের পদে স্থায়ীভাবে নিয়োগ পাননি কেউ। এর আগেই ওপারে পাড়ি জমালেন ওয়ার্ন।
ক্রিকেট ইতিহাসের কিংবদন্তিদের সংক্ষিপ্ততম তালিকা করলে সেই তালিকায় নিশ্চিতভাবেই থাকবেন শেন ওয়ার্ন। ক্রিকেটে লেগ স্পিনকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আব্দুল কাদির। আর সেই শিল্পকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিলেন সোনালী চুলের ওয়ার্ন।
স্পোর্টসমেইল২৪/পিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]