রাজস্থান রয়্যালসের কোচিং প্যানেলে ইংলিশ পেসার স্টিফেন জোন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৪ মার্চ ২০২২
রাজস্থান রয়্যালসের কোচিং প্যানেলে ইংলিশ পেসার স্টিফেন জোন্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন ইংলিশ পেসার স্টিফেন জোন্স। দলটির হাই পারফর্মেন্স ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করবেন এই পেসার।

আইপিএলের দল রাজস্থানের সাথে তার কাজ করার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ২০১৯ সালে ফ্রাঞ্চাইজিটির বোলিং কোচের দায়িত্বে ছিলেন স্টিফেন জোন্স।

জোন্স আইপিএলের রাজস্থানের মূল দলের সাথে কাজ করবেন না। তাকে কাজ করানো হবে পুরো ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থিত রাজস্থান রয়্যালস ক্রিকেট একাডেমির বোলিং কোচ হিসেবে। সেখানেই তরুণ ক্রিকেটারদের উঠে আসার পথে কাজ করবেন তিনি। এছাড়াও আইপিএল পরবর্তী মৌসুমে রাজস্থানের পেসারদের নিয়েও কাজ করবেন।

আইপিএল শুরুর আগে চলতি বছরের ৭ মার্চ থেকে ক্যাম্প শুরু করবে রাজস্থান রয়্যালস। এ ক্যাম্পে দলটির সাথে যোগ দিবেন জোন্স। সেখানে মূল দলের সাথেই কাজ করবেন জোন্স। এছাড়াও পুরো মৌসুমেই দলের সাথে থাকবেন।

রাজস্থানের বোলিং ইউনিটের মূল ভরসা জয়দেব উনাদকাদ। অফ সিজনে তার সাথেও কাজ করেছেন জয়দেব উনাদকাদ। মূলত বছরজুড়ে নিজেদের ক্রিকেটারদের সুবিধা দিতেই একাডেমি গড়ে তুলেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো।

স্টিফেন জোন্সকে নিয়োগ দিয়ে রাজস্থানের দেওয়া এক বিবৃতিতে দলটির ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকার জানিয়েছেন, ‘আমরা তাকে ফিরিয়ে আনতে পেরে খুশি। নতুন ভূমিকায় তাকে রাজস্থানে আনতে পেরে আমরা বেশ গর্বিত। সে পুরো বছর জুড়েই দলের ক্রিকেটারদের উন্নতিতে কাজ করবে বলে আমি আশাবাদী।’

স্পোর্টসমেইল২৪/পিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চেন্নাই দলে ধাক্কা, আইপিএলে থাকছেন না দীপক চাহার

চেন্নাই দলে ধাক্কা, আইপিএলে থাকছেন না দীপক চাহার

আইপিএলে কঠোর ‘বায়ো-বাবল’, মুক্তি পেতে জেসন রয়ের নাম প্রত্যাহার

আইপিএলে কঠোর ‘বায়ো-বাবল’, মুক্তি পেতে জেসন রয়ের নাম প্রত্যাহার

যানজট এড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ‘বিশেষ’ ট্রাফিক ব্যবস্থা

যানজট এড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য ‘বিশেষ’ ট্রাফিক ব্যবস্থা

ব্রডকাস্টারদের দাবি মেনে আইপিএল শুরু ২৬ মার্চ

ব্রডকাস্টারদের দাবি মেনে আইপিএল শুরু ২৬ মার্চ