শ্রীলঙ্কার বিপক্ষে মোহালিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নেমেছে ভারত। এ ম্যাচ দিয়েই নিজের শততম টেস্ট খেলতে নেমেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। আইপিএল যুগে শততম টেস্ট খেলা এ ক্রিকেটার তরুণদের বললেন এখান থেকে অনুপ্রেরণা নিতে।
শুক্রবার (৪ মার্চ) পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) স্টেডিয়ামে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসের ৭১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন কোহলি। তার এই দিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক উপহার দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সেই স্মারক কোহলির হাতে তুলে দেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ছোট বেলার স্বপ্নের নায়কের হাত থেকে এই স্মারক নিতে পেরে বেশ উচ্ছ্বসিত কোহলি।
কোহলির শততম টেস্ট উপলক্ষে মোহালির পিসিএ স্টেডিয়ামকে সাজানো হয়েছে কোহলিময় করে। সেখানে তুলে আনা হয়েছে, কোহলির ক্যারিয়ারের বিশেষ সব মুহূর্তগুলোকে।
নিজের মাইলফলক স্পর্শ করার দিনে বিরাট কোহলি আইপিএলের এই যুগে তরুণ ক্রিকেটারদের টেস্ট খেলার অনুপ্রেরণা নিতে বলেন। তার ভাষ্যমতে, ‘এখনকার সময়ে যে পরিমাণে ক্রিকেট আমরা খেলি, তিন ফরম্যাট, সাথে আইপিএল। পরবর্তী প্রজন্ম আমাকে দেখে অনুপ্রাণিত হতে পারে যে আমি ক্রিকেটের বিশুদ্ধতম ফরম্যাটে ১০০ ম্যাচ খেলেছি।’
মাইলফলক স্পর্শ করার দিনে কোহলির পাশে ছিলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নিজের এই বিশেষ মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানান এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘এটা আমার জন্য বিশেষ এক মুহূর্ত। আমার স্ত্রী এখানে আছে, আমার ভাইও আছে। তারা সবাই খুব গর্বিত। এটা দলীয় খেলা, তাই তোমাদের (সতীর্থ) সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। বিসিসিআইকেও ধন্যবাদ।’
স্পোর্টসমেইল২৪/পিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]