আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমকে ছাড়াই বড় জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ইনজুরিমুক্ত হয়েছেন মুশফিক। আফগানদের বিপক্ষে মুশফিক নিজের শততম ম্যাচে মাঠে নামতে প্রস্তুত।
বৃহস্পতিবার (৩ মার্চ) আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শুরুর ঘণ্টা দুয়েক আগে জানানো হয়ে ইনজুরির কারণে মাঠে নামতে পারবেন না মুশফিক। তখনই জানানো হয়েছিল শুক্রবার (৪ মার্চ) জানানো হবে দ্বিতীয় ম্যাচের আগে মুশফিক প্রস্তুত কিনা।
শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ থেকে দ্বিতীয় ম্যাচ খেলার সবুজ সংকেত পেয়েছেন মুশফিক। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামলে মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলবেন মুশফিক।
প্রথম ম্যাচের আগে অনুশীলনে হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন মুশফিক। সেখানে স্ক্যান করানো হলে চিড় ধরা পড়ে। ইনজুরির শঙ্কা থাকায় প্রথম ম্যাচে তাকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচে মুশফিকের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইয়াসির আলি রাব্বি। নিজের অভিষেক ম্যাচে দূর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছিলেন রাব্বি। মুশফিক ফিরলে দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে মুশফিকুর রহিম এখন পর্যন্ত ৯৯ ম্যাচ খেলে ১১৫ দশমিক ২৬ স্ট্রাইক রেটে করেছেন ১৪৬৫ রান।
স্পোর্টসমেইল২৪/পিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]