বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)-২০২১-২২ আসরে দলবদল করলেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা আলোচিত ক্রিকেটার নাসির হোসন। নতুন আসরে প্রিমিয়ার ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন এক সময়ের ফিনিশার হিসেবে খ্যাত এ টাইগার ক্রিকেটার।
বৃহস্পতিবার (৩ মার্চ) ছিল ডিপিএল-২০২১-২২ আসরের শেষ ও দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল বদলের তালিকা প্রকাশ করেছে। আসন্ন এ আসলে মোট ১৩০ জন ক্রিকেটার দলবদল করেছেন।
নাসির হোসেন গত আসরে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন। তবে এবার আর তিনি সেখানে থাকছেন না। নতুন আসরে যুক্ত হলেন প্রিমিয়ার ব্যাংক ক্রিকেট ক্লাবে।
ক্রিকেটের বাইরে থাকলেও নানা কারণে আলোচিত নাসির হোসেন জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে মাঠে নেমেছিলেন। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে খেলা সেটিই ছিল জাতীয় দলের জার্সিতে নাসিরের শেষ ম্যাচ।
শুধু তাই নয়, সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে-বিপিএলেও দল পাননি নাসির হোসেন। জাতীয় দলে দীর্ঘদিন না খেলা নাসির হোসেন বিয়ে নিয়ে মামলায় জড়ানোর পর ডিপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন। সম্প্রতি বাবা হওয়ার সংবাদ জানিয়েছেন তিনি।
ওয়ানডে ফরম্যাটে খেলা মোট ৬৫ ম্যাচে ব্যাট হাতে নাসিরের রানের সংখ্যা ১ হাজার ২৮১ রান। এছাড়া ১৯ টেস্টে ১ হাজার ৪৪ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৩১ ম্যাচে এক ফিফটিসহ ৩৭০ রান করেছেন নাসির হোসেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]