আফ্রিদিকে সরিয়ে ‘ডট বলের’ শীর্ষে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৩ মার্চ ২০২২
আফ্রিদিকে সরিয়ে ‘ডট বলের’ শীর্ষে সাকিব

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডট বল এবং সীমিত ওভারের ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার রেকর্ডের সামনে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এ দুইটি রেকর্ডই গড়েছেন সাকিব আল হাসান। এখন টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডট বল বলের রেকর্ড সাকিবের দখলে।

আফগানিস্তানের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চার ওভার বল করে ১৮ রানে দুই উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে করা ২৪ বলের ১১ টিই ছিল ডট বল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত করেছেন ২১০৯ বল। এর মধ্যে ৮৪১ বল থেকে কোনো রান নিতে পারেননি প্রতিপক্ষের ব্যাটাররা।

দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানি বোলার শহীদ আফ্রিদি করেছিলেন ৮৩০ ডট বল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আফ্রিদির সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান।

সাকিব আল হাসান আর শহীদ আফ্রিদির পরের তিন অবস্থানে অবস্থান করছেন যথাক্রমে টিম সাউদি (৭৯১), লাসিথ মালিঙ্গা (৭১৩) এবং মোহাম্মদ নবী (৬২৭)। ডট বলের রেকর্ড ছাড়াও সীমিত ওভারের ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্বও গড়েন সাকিব। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে এই কীর্তি গড়েন সাকিব।

আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীকে আউট করে ৪০০ উইকেটে মাইলফলক স্পর্শ করেন সাকিব। তিনি ছাড়া আরও আট বোলার সীমিত ওভারের ক্রিকেটে শিকার করেছেন ৪০০ উইকেট। ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ৩১৩ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এ সময় সাকিব শিকার করেছেন ৪০১ উইকেট।

সাকিব ছাড়াও সীমিত ওভারের ক্রিকেটে চারশ উইকেট শিকার করাদের তালিকায় আছেন- মুত্তিয়া মুরালিধরন (৫৪১) ,ওয়াসিম আকরাম (৫০২), শহীদ আফ্রিদি (৪৯৩) , লাসিথ মালিঙ্গা (৪৪৫), ওয়াকার ইউনিস (৪১৬) , শন পোলক (৪০৮),ব্রেট লি (৪০৮) , চামিন্দা ভাস (৪০৮)।

স্পোর্টসমেইল২৪/পিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রতিপক্ষের লাগাম টানার নায়ক নাসুম আহমেদ

প্রতিপক্ষের লাগাম টানার নায়ক নাসুম আহমেদ

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সেরা ছন্দে লিটন

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সেরা ছন্দে লিটন

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন, অবনতি মুশফিক-মিরাজের

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন, অবনতি মুশফিক-মিরাজের

‘ফ্যাসিলিটি সীমাবদ্ধতায়’ বাংলাদেশ সফর স্থগিত করলো আয়ারল্যান্ড

‘ফ্যাসিলিটি সীমাবদ্ধতায়’ বাংলাদেশ সফর স্থগিত করলো আয়ারল্যান্ড