ইনজুরিতে ‌‘ছিটকে গেলেন’ মুশফিক, অপেক্ষা বাড়লো সেঞ্চুরির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ পিএম, ০৩ মার্চ ২০২২
ইনজুরিতে ‌‘ছিটকে গেলেন’ মুশফিক, অপেক্ষা বাড়লো সেঞ্চুরির

দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার দ্বারপ্রান্তে ছিলেন মুশফিকুর রহিম। তবে সেটির জন্য অপেক্ষা বাড়লো মুশফিকের। ইনজুরির কারণে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

বৃহস্পতিবার (৩ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠ গড়ানোর দুই ঘণ্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার দ্বারপ্রান্তে ছিলেন মুশফিকুর রহিম। তবে সেটির জন্য অপেক্ষা বাড়লো মুশফিকের। ইনজুরির কারণে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

বৃহস্পতিবার (৩ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠ গড়ানোর দুই ঘণ্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার (২ মার্চ) হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান মুশফিকুর রহিম। এরপরেই তার হাতে এক্সরে করানো হয়েছে। তখনই তার ইনজুরির ব্যাপারটি নিশ্চিত হওয়া গিয়েছে।

ইনজুরির পর তাকে পর্যবেক্ষণে রেখেছে টিম ম্যানেজমেন্ট। শনিবার (৫ মার্চ) মাঠে নামবেন কিনা তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশ দল। শুক্রবার (৪ মার্চ) এ বিষয়ে বিস্তারিত জানাবে বিসিবি।

এদিকে মুশফিকুর রহিমের বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজের সেরা ছন্দে না থাকায় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবার তার উপরই ভরসা রাখছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে ছিলেন মুশফিক। তবে ইনজুরির কারণে বেড়েছে তার শততম ম্যাচ খেলার অপেক্ষা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন, অবনতি মুশফিক-মিরাজের

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন, অবনতি মুশফিক-মিরাজের

পজিটিভ থেকে জয় দিয়ে শুরু করতে চান মাহমুদউল্লাহ

পজিটিভ থেকে জয় দিয়ে শুরু করতে চান মাহমুদউল্লাহ

‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান