পাকিস্তান সফরে 'করোনা আক্রান্ত' অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৩ মার্চ ২০২২
পাকিস্তান সফরে 'করোনা আক্রান্ত' অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শক

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপমহাদেশের পিচ এবং বোলিং সম্পর্কে ধারনা পেতে এই সফরে স্পিন বোলিং পরামর্শক হিসাবে তারা নিয়োগ দিয়েছিল পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেগ-স্পিনার ফাওয়াদ আহমেদকে। তবে কাজ শুরু করার আগেই দুঃসংবাদ পেলো অজিরা।

জানা গেছে, করোনা আক্রান্ত হয়েছেন তাদের স্পিন বোলিং পরামর্শক। করোনা আক্রান্ত হওয়ার ফলে ফাহাদ আহমেদকে পাঁচদিনের আইসোলেশনে পাঠিয়েছে টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যে আইসোলেশন শুরু করে দিয়েছেন এই স্পিনার। ফাওয়াদ আহমেদের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিবৃতিতে বলা হয়েছে, ফাওয়াদের মাঝে করোনার সাধারণ লক্ষণগুলো দেখা গিয়েছে। আইসোলেশন শেষে তাকে আবারও দুইবার করোনা টেস্ট করানো হবে। তখন ফলাফল নেগেটিভ আসলেই তিনি আবার দলের সাথে যোগ দিবেন।

অজিদের জন্য সুখবর হল, করোনা আক্রান্ত হওয়ার আগে অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের সঙ্গে মেশেননি ফাওয়াদ আহমেদ। তিনি করোনা পজিটিভ হওয়ার পরপরই অস্ট্রেলিয়া দলের সকল খেলোয়াড় এবং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছে। সবার ফলাফলই নেগেটিভ এসেছে।

এই সফরে করোনা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি ফাওয়াদ। তার আগে করোন করোনা আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। যার কারণে প্রথম টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে এই ফাস্ট বোলারকে। শুক্রবার (৪ মার্চ) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে গ্যালারিতে শতভাগ দর্শক

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে গ্যালারিতে শতভাগ দর্শক

পাকিস্তানে ‘অবিশ্বাস্য’ নিরাপদ বোধ করছি : প্যাট কামিন্স

পাকিস্তানে ‘অবিশ্বাস্য’ নিরাপদ বোধ করছি : প্যাট কামিন্স

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শক ফাওয়াদ আহমেদ

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শক ফাওয়াদ আহমেদ