প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ শেষ করলো বাংলাদেশের মেয়েরা। প্রথম প্রস্তুতিতে ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে লড়াই করেও বড় ব্যবধানে হেরেছিল নিগার সুলতানারা। দ্বিতীয় ম্যাচেও হার দিয়ে শেষ করলো বিশ্বকাপের প্রস্তুতি। তবে শেষ ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাঘিনীরা।
বুধবার (২ মার্চ) বাংলাদেশ সময় ভোর চারটা নিউজিল্যান্ডের লিঙ্কন গ্রিনে টস জিতে প্রথমে ব্যাট করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান করে পাকিস্তান। তবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে (৪২ ওভারে) জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০২।
ব্যাট করতে নেমে ফারজানা হকের দারুণ ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত হারের স্বা নেয় বাংলাদেশ। ইনিংসের (৪২ ওভার) চার বল বাকি থাকতে ১৯৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে ব্যাট হাতে ৯৫ বলে ৬ চারে ৭১ রানের ইনিংস খেলেন ফারজানা হক।
লিঙ্কন গ্রিনে বৃষ্টির হামলায় নির্ধারিত ৪২ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৯৯ রান তুলে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন আলিয়া রিয়াজ। বাংলাদেশের ফারিহা তৃষ্ণা ও রিতু মনি ৩টি করে উইকেট নেন।
৪২ ওভারে ২০২ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে ২৯ রানের মধ্যে ২ উইকেট হারায় বাংলাদেশ। তিন নম্বরে নামা ফারজানা ও অধিনায়ক নিগার সুলাতানা ৪২ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন।
এরপর রুমানা আহমেদকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৯ রান যোগ করে বাংলাদেশকে খেলায় ফেরান ফারজানা। নিগার ১৫ ও রুমানা ৩০ রান করেন। তবে পরের দিকের ব্যাটাররা ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন ফারজানা। এক পর্যায়ে হাফ-সেঞ্চুরিও তুলে নেন তিনি।
৩৭তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৭১ রানে প্যাভিলিয়নে ফিরেন ফারজানা। ৯৫ বল খেলে ৬টি চারে ৭১ রান করেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে ফারজানার আউটের পর বাংলাদেশকে জয়ের বন্দরে নিতে পারেনি শেষ দিকের ব্যাটাররা। এতে ৪ বল বাকি থাকতে ১৯৪ রানে অলআউট হয়ে ম্যাচ হারে বাংলাদেশ।
শুক্রবার (৪ মার্চ) থেকে নিউজিল্যান্ডে শুরু হবে নারীদের ১২তম ওয়ানডে বিশ্বকাপ। এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনের পরের দিন শানবার (৫ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের পর ৭ মার্চ নিউজিল্যান্ড, ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের জানান দেওয়া এটাই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]