টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে, যে ফরম্যাটেই মাহমুদউল্লাহ রিয়াদ খেলেন না কেন সেখানেই তার ব্যাটিং নিয়ে উঠে প্রশ্ন। বিশেষ করে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে তার ব্যাটিং নিয়ে হয়েছিল অনেক সমালোচনা। তাই তো টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানালেন, প্রথম বল থেকেই চার-ছয় মেরে খেলতে চান।
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডের পর তার দলে থাকা নিয়েও উঠেছিল প্রশ্ন। বিভিন্ন সময়ই তার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠার পর বিরক্তি নিয়েই হয়তো রিয়াদ জানিয়েছেন, প্রথম থেকেই মেরে খেলতে চান।
বুধবার (২ মার্চ) মিরপুরে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘ইনশাল্লাহ কালকে প্রথম বল থেকেই মারবো। চার-ছয় মারার চেষ্টা করবো।’
হাজারো সমালোচনা হলেও নিজের ব্যাটিং নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলেও জানান তিনি। তার মতে তিনি নিজের কাজটা ঠিকমতো করতে না পারলেও চেষ্টা করে যাচ্ছেন।
এ বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদের ভাষ্য, ‘আমার সংশয় নেই। আমার মনে হয় আমি রাইট ট্র্যাকে আছি। কিছু ভালো বলের দরকার। আমি সঠিক পথেই আছি। আমার কাছে টিমের এক্সপেকটেশন ওইরকম থাকে।’
ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরে সাফল্য না পেলেও হতাশ নন রিয়াদ। বরং, মাঝে মাঝে পারফর্ম করতে না পারার ব্যর্থতা আসা স্বাভাবিক বলেই জানান।
বলেন, ‘মাঝে মাঝে সাফল্য নাও পেতে পারি। তবে আমি আমার চেষ্টা করে যাবো।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘ওয়ানডে ম্যাচগুলোতে আমি ওইভাবে ডেলিভার করতে পারি নাই। টিমের প্রতি আমার যে এক্সপেকটেশন তা ফুলফিল করার চেষ্টা করবো।’
রিয়াদ নিজের প্রতি আত্মবিশ্বাসী হলেও পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে না। সর্বশেষ বিপিএল কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথাও নেই চোখ ধাঁধানো কিংবা দলকে বাঁচানোর মতো ইনিংস। তবুও আত্মবিশ্বাসী টি-টোয়েন্টি অধিনায়ক।
সর্বশেষ ২০২১ সালে পুরো বছরে ২৬ ম্যাচ খেলে করেছেন ৪৯৬ রান। এ সময় তার ডট বলের পরিমান ছিল প্রায় ৪০ দশমিক ৪ শতাংশ। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ডট বলের পরিমাণ প্রায় ৩৬ দশমিক ৯ শতাংশ। স্ট্রাইকরেটেও রয়েছে বড় ব্যবধান। তবুও নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী ৩৬ বছর বয়সী এই ব্যাটার। শেষ পর্যন্ত আত্মবিশ্বাস ধরে রেখে পারফর্ম করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]