ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানি খেলোয়াড়দের পদচারণা নতুন কিছু নয়। ইংলিশ কাউন্টিতে শুরু থেকেই খেলে আসছেন পাকিস্তানিরা। তারই ধারায় এবার ইংলিশ কাউন্টিতে নাম লেখালেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার হাসান আলী। কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাসান।
ছয় ম্যাচের জন্য হাসানকে দলে ভিড়িয়েছে ল্যাঙ্কাশায়ার। ইংলিশ কাউন্টিতে এবারই প্রথমবারের মতো খেলবেন তিনি। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি করার মধ্যে দিয়ে নবম পাকিস্তানি হিসাবে কাউন্তিতে নাম লেখালেন ২৭ বছর বয়সী এই তারকা। তার আগে আটজন পাকিস্তানি খেলেছেন জনপ্রিয় এই আসরে।
হাসান আলীর আগে কাউন্টিতে নাম লেখানো আটজন পাকিস্তানি হলেন - শান মাসুদ (ডার্বিশায়ার), জাফর গোহর, নাসিম শাহ (গ্লুচেস্টারশায়ার), মোহাম্মদ আব্বাস (হ্যাম্পশায়ার), শাহীন আফ্রিদি (মিডলসেক্স), মোহাম্মদ রিজওয়ান (সাসেক্স), আজহার আলী (ওরচেস্টারশায়ার) এবং হারিস রউফ (ইয়র্কশায়ার)।
কাউন্টির মতো জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী এক টুর্নামেন্টে নাম লেখাতে পেরে দারুণ খুশি হাসান আলী। তিনি বলেন, ‘ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সম্ভাবনায় আমি খুবই উত্তেজিত। ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম আমার জন্য বিশেষ স্মৃতির বাহক। ২০১৬ সালে এখানেই ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আমার অভিষেক হয়।’
হাসান আরও বলেন, ‘পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের পদাঙ্ক অনুসরণ করতে পেরে আমি খুব গর্বিত। তিনি সবসময় ল্যাঙ্কাশায়ারের সাথে তার কাটানো সময়ের কথা বলে থাকেন। এপ্রিলে স্কোয়াডে যোগ দেওয়ার জন্য আমার আর তর সইছে না। আশা করি প্রথম ম্যাচেই আমি দলে অবদান রাখতে পারবো।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করেই ইংল্যান্ডের উদ্দেশ্য উড়াল দিবেন হাসান আলী। এপ্রিলের শুরুতে ম্যানচেস্টারে পৌঁছাবেন তিনি। ১৪ এপ্রিল ক্যান্টারবারিতে কেন্টের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে মাঠে নামবেন । এরপর আরও ৪টি ম্যাচ খেলার পর ১৯ মে এসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শেষ করবেন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]