অস্ট্রেলিয়া সিরিজে বোলিং আক্রমণে ‘নেতাশূন্য’ পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০১ মার্চ ২০২২
অস্ট্রেলিয়া সিরিজে বোলিং আক্রমণে ‘নেতাশূন্য’ পাকিস্তান

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তানের দুই পেসার হাসান আলি আর ফাহিম আশরাফ। এবার করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেলেন আরেক পাকিস্তানি পেসার হারিস রউফ।

ইনজুরির কারণে হাসান আলি আর ফাহিম আশরাফ ছিটকে যাওয়ার কারণে ধারণা করা হচ্ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেই অভিষেক হতে যাচ্ছে হ্যারিস রউফের। তবে দূর্ভাগ্য, করোনা পজিটিভ হয়ে নিজেই দল থেকে ছিটকে পড়েছেন। 

হ্যারিস রউফের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও নিশ্চিত করেনি। তবে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো বিষয়টি জানিয়েছে। তারা জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন তিনি।

সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ হ্যারিস রউফ। সীমিত ওভারে নিয়মিত হলেও টেস্ট ক্রিকেটে এখনও পা রাখতে পারেননি। মূলত হাসান আলি আর ফাহিম আশরাফের কারণে টেস্ট অভিষেকের অপেক্ষা বাড়ছিল তার। তাদের অনুপস্থিতিতে সুযোগ পেলেও করোনার কারণে সেটাও হারালেন হ্যারিস।

হাসান আলি আর ফাহিম আশরাফের বদলি হিসেবে ইফতিখার আহমেদ এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে স্কোয়াডে ডেকেছে পিসিবি। তবে এখনও হ্যারিস রউফের বদলি হিসেবে কাউকে ডাকেনি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের বোলিং লাইন আপে শাহিন শাহ আফ্রিদির সঙ্গী কে হবেন তা এখনও নিশ্চিত নয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে গ্যালারিতে শতভাগ দর্শক

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে গ্যালারিতে শতভাগ দর্শক

পাকিস্তান সফরে থাকা অ্যাস্টন অ্যাগারকে ‘হত্যার হুমকি’

পাকিস্তান সফরে থাকা অ্যাস্টন অ্যাগারকে ‘হত্যার হুমকি’

নিজের জন্মভূমিতে খেলা বিশেষ কিছু : উসমান খাজা

নিজের জন্মভূমিতে খেলা বিশেষ কিছু : উসমান খাজা

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, বিশ্ব ক্রিকেটে ‘গুরুত্বপূর্ণ’ বার্তা

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, বিশ্ব ক্রিকেটে ‘গুরুত্বপূর্ণ’ বার্তা