ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারের ক্যারিয়ারে এখন বসন্ত চলছে। দুই বছর আগে যাত্রাটাও শুরু হয়েহিল দুর্দান্তভাবে। মাঝে ইনজুরির সাথে লড়াই। এরপর আইয়ার আবার ফিরছেন নিজের সেই চেনা রূপে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। হয়েছেন সিরিজসেরা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আইয়ার। সেখানেই খোলামেলা কথা বলেছেন ইনজুরি থেকে শুরু করে আবারও মাঠে ফিরে আসা নিয়ে। নিজের স্বভাবজাত খেলা নিয়ে বলতে গিয়ে আইয়ার জানান, টি-টোয়েন্টিতে ডট বল খেলা একটি অপরাধ।
ভারতের উদীয়মান তারকা বলেন, ‘আসলে টি-টোয়েন্টিতে আপনাকে প্রতিটা বলে রান করা দরকার। একজন ব্যাটার হিসাবে আমি বলতে পারি, টি টোয়েন্টিতে আপনি যদি একটা ডট বল খেলেন তবে সেটা একটা অপরাধ। আপনি ওয়েস্ট ইন্ডিজকে দেখেন, খেয়াল করবেন তারা এসেই মারা শুরু করে।’
এবারের আইপিএল শুরুর আগেই চেনা ফর্মে আছে আইয়ার। তারপরও তা কাছে ব্যাপারটা তেমন আনন্দের নয়। কারণ ইনজুরিতে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। সে সময়ের কথা মনে করে আইয়ার বলেন, ‘তখন পাকস্থলীর অবস্থা খুবই খারাপ ছিল। সাত কেজি ওজন হারিয়েছি আমি। যা খেতাম, কিছু হজম হতো না। সব বের হয়ে আসতো। ওই সময়টা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।’
সব কাটিয়ে মাঠে ফিরে পারফর্ম করতে পেরে খুশি এই তরুণ। সেই সঙ্গে জানিয়েছেন তিন নাম্বার ব্যাটিং পজিশন নিয়ে নিজের মতামত। তিনি বলেন, ‘এই জায়গাটা এমন যেখানে আপনাকে নিজের সেরাটা বের করে আনতে হবে। আমার দিক থেকে আমি নিজেকে উপভোগ করছি। আমি নিজের ব্যাটিং নিয়ে খুশি।’
খারাপ সময়ে পরিবার ও বন্ধুদের সবসময় পাশে পান জানিয়ে আইয়ার বলেন, ‘খারাপ সময়ে আমার পরিবার এবং বন্ধুবান্ধবরা আমাকে যথেষ্ট সাহস যুগিয়েছে। তারা তাদের জায়গায় থেকে সর্বোচ্চ সমর্থন করেছে। আমি যখন হতাশাগ্রস্থ থাকি, আমার পরিবারকে পাশে পাই।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]