ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে খেলবেন না ইংল্যান্ডের ওপেনার ব্যাটার জেসন রয়। টানা দুই আসরে আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন তিনি।
আইপিএলের ১৫তম আসরের মেগা নিলাম থেকে জেসন রয়কে তার ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট লায়ন্স। তবে দীর্ঘদিন বায়ো বাবলে থাকতে হবে বলে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বিষয়টি ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
আইপিএলের ১৪তম আসরে তাকে দেড় কোটি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছিল জেসন রয়। তবে সেবারও ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে গিয়েছিলেন তিনি।
আইপিএলের এবারের আসরে খেলার জন্য চলতি বছর ২৬ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত বায়ো-বাবলে থাকতে হবে ক্রিকেটারদের। মূলত এ কারণেই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আইপিএল ক্যারিয়ার ১৩ ম্যাচ খেলে ২৯.৯০ গড়ে করেছেন ৩২৯ রান করেছেন তিনি। এ সময় তার স্ট্রাইক রেট ছিল ১২৯.০১।
আইপিএলে আগে অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দারুণ ছন্দে ছিলেন ৩১ বছর বয়সী জেসন রয়। এই টুর্নামেন্ট ৫০ দশমিক ৫০ গড়ে ১৭০.২২ স্ট্রাইক রেটে করেছেন ৩০৩ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]