টেস্ট থেকে ৬ মাসের ছুটি চাইলেও মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ছাড়াও টেস্ট সিরিজে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় সাকিব টেস্টে না খেলার প্রশ্নই আসে না।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিসিবি সভাপতি এ কথা বলেন। তিনি বলেন, “সাকিব আইপিএলের সময়টায় টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন। যাতে আমরা (বিসিবি) সম্মতি দিয়েছিলাম। তবে সে এখন আইপিএলে না থাকায় টেস্ট না খেলার কোন প্রশ্ন আসে না।”
বিষয়টি নিশ্চিতভাবে জানতে চাওয়ায় বিসিবি সভাপিত বলেন, “বায়ো-বাবলের জন্য খেলোয়াড়দের কাছে গিয়ে কথা বলার সুযোগ নেই। তবে আজ খেলা শেষে দূর থেকে সাকিবের সাথে একটু কথা হয়েছে। বললাম, ‘দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শেষে তোমার (সাকিব) সাথে বসবো। সাকিব মুছকি হেসে উত্তর দিয়েছে যে, আপনি যা বলবেন।’ আমি নিশ্চিত করছি, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টেও খেলবে সাকিব।”
সাকিব খেলবে কি খেলবে না -বিষয়টি নিয়ে কেন এত কথা হচ্ছে এটা নিয়েও কথা বলেন নাজমুল হাসান পাপন। বলেন, “এটা নিয়ে কেন এতো কথা হচ্ছে বুঝতেছি না। আইপিএলের সময়টায় সাকিব ছুটি চেয়েছিল। তবে আইপিএলে তো সাকিব এখন নেই। তো সে খেলবে না কেন? ও খেলবে।”
তিনি আরও বলেন, “কোন খেলোয়াড় যদি কোন ফরম্যাট না খেলতে চায় আমার (বিসিবি) কোন আপত্তি নেই। তবে আগে জানাতে হবে। সিরিজ বাই সিরিজ দেখেশুনে বললে খেলবো না। এটা হবে না। চুক্তিতে থাকলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে অবশ্যই খেলতে হবে।”
অবশ্য এর আগে বিকেলে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, ওয়ানডে সিরিজ শেষে সাকিবের সাথে কথা বলবেন নাজমুল হাসান পাপন। তবে বিসিবির সভাপতির এমন বক্তব্যের পর নতুন করে আর কথা বলার প্রয়োজন হচ্ছে না।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]