পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে মুলতান সুলতানসকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে লাহোর কালান্দার্স। পুরো আসরে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদী। লাহোর যে শিরোপা জিতবে, এটা টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
টুর্নামেন্ট শুরুর আগে ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন লাহোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রানা আতিফ, অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং কোচ আকিব জাভেদ। সেখানেই শাহীনের হাতে নেতৃত্ব দিতে বলেছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার।
সেই মিটিং শেষে শাহিন লাহোরের নেতৃত্ব দিবেন বলে ঘোষণা করা হয়েছিল। ঘোষণার সাথে সাথেই অনেকেই প্রশ্ন তুলেছিলেন, শাহীনকে তাদের অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়াটা আদৌ সঠিক কিনা! কেউ শাহীনের পক্ষে কথা না বললেও ইমরান খান ঠিকই এই তরুণের পক্ষ নিয়েছিলেন।
ইমরান খান ভবিষ্যৎবাণী করেছিলেন যে, ২১ বছর বয়সী তারকার হাত ধরেই মেগা টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেতে পারে কালান্দার্স। শাহীনকে অধিনায়ক হিসাবে বেছে নেয়ার জন্য লাহোরের ম্যানেজমেন্টের প্রশংসাও করেছিলেন ইমরান,
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক মতে, একজন তরুণকে দলের অধিনায়ক বেছে নেওয়া ফ্র্যাঞ্চাইজিটির জন্য একটি ভাল সিদ্ধান্ত ছিল। তিনি বলেছিলেন ‘তরুণরা সবসময় ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে পারে। তাই আমি বলবো, লাহোর কালান্দার্স এবার পিএসএল ট্রফি জিততে পারে।’
ইমরান খানের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত করে ঠিকই শিরোপা নিজেদের করে নিয়েছে লাহোর। সেই সঙ্গে আরও এ্কটা রেকর্ডের মালিক হয়েছেন শাহীন। সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসাবে জিতেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের শিরোপা। এর আগে রেকর্ডটা ছিল অজি তারকা স্টিভেন স্মিথের। ২০১২ সালে ২২ বছর বয়সে তার হাত ধরে বিগব্যাশের শিরোপা জিতেছিল সিডনি সিক্সার্স।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]