১৯৯৮ সালের পর দীর্ঘ ২৪ বছরে পাকিস্তানের মাটিতে পা রাখেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে অস্ট্রেলিয়া। সেখানে পা রেখেই অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছে, নিরাপত্তার কোনো অনূভূতি তিনি পাচ্ছেন না। একই সুরে কথা বলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তার মতে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর বিশ্ব ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ বার্তা।
২০০৮ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে নির্বাসিত হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। অনেক চেষ্টার পর নির্বাসন থেকে ফিরেছে পাকিস্তান দল। এর মধ্যেই নিরাপত্তার অজুহাতে সিরিজ খেলতে এসেও ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড দল। তবে তাসমান পাড়ের আরেক দেশ অস্ট্রেলিয়া এ ঘটনার পরও নিজেদের সিদ্ধান্ত থেকে সরেনি বরং পাকিস্তান সফরে এসেছে।
অবশ্য শ্রীলঙ্কান দলের উপর হামলার বেশ আগে থেকেই নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর থেকে বিরত ছিল অস্ট্রেলিয়া। তবে এবার সাহসী সিদ্ধান্ত নেওয়াটাকে বিশ্ব ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ন বার্তা ভাবছেন এসিএ’র প্রধান নির্বাহী।
তিনি বলেন, ‘এটা অস্ট্রেলিয়া ক্রিকেটে জন্য গুরুত্বপূর্ন এবং আমি মনে করি বিশ্ব ক্রিকেটের জন্য বড় একটা মুহূর্ত।’
দলের সাথে পাকিস্তান সফর করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হুকলি এবং এসিএ’র প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। দলকে পাকিস্তানে নিয়ে আসার জন্য অনেক কাজ করতে হয়েছে। ক্রিকেটারদের মনের ভিতর থেকে ভয় দূর করতে হয়েছে বলে জানান গ্রিনবার্গ।
তিনি বলেন, ‘এ সিরিজ আয়োজনের জন্য ক্রিকেটারদের মনের ভয় দূর করতে হয়েছে। এছাড়াও ক্রিকেটারদের পরিবারের সাথেও নিয়মিত যোগাযোগ রাখতে হচ্ছে।’
কোচ জ্যাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগের পর প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ সিরিজেই দলের সাথে থাকছেন নিক হুকলি এবং টড গ্রিনবার্গ। দলের সাথে থেকে ভিতরের পরিবেশ সম্পর্কেও ভালো ধারণা পাবেন বলেও জানান গ্রিনবার্গ।
গ্রিনবার্গের ভাষ্যমতে, ‘এটা আসলেই অনন্য একটি সুযোগ। দলের সাথে থাকতে পারছি। দলকে বুঝতে পারছি। আমাদের জন্য ক্রিকেটারদের বুঝতে বেশ সহজ হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]