ভারতের প্রতিভাবান তরুণ শ্রেয়াস আইয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন আরেকবার। তিন ম্যাচেই করেছেন অর্ধশতক। ২০৪ রান নিয়ে হয়েছেন সিরিজসেরা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল এমন ধারাবাহিক ব্যাটিংয়ের রহস্য। আইয়ার জবাবটা দিয়েছেন সোজাচাপ্টা।
ম্যাচশেষে প্রেস কনফারেন্সে নিজেকে নিয়ে খোলামেলা সবই বলেছেন আইয়ার। এই তরুণ বলেন, ‘প্রথমেই আমি এই সিরিজে ভালো করার আশা পুষে রেখেছিলাম। আমি সেটা করতে পেরেছি। আমি এখন আমাকে কিছু সময় দিতে চাই। এখনের মুহূর্তটা নিয়ে বলি। টি-টোয়েন্টিতে তিন নাম্বার জায়গাটা এমন যে, এখানে আপনাকে বেশ গতিশীল ব্যাটিং করতে হবে। নিচের দিকে ব্যাট করলে আপনি সময় পাবেন।’
বর্তমান ভারতীয় দলে জায়গা নিয়ে একটা প্রতিদ্বন্দ্বীতা চলে। পারফর্ম করে জায়গা করে নিতে হয়। এই ব্যাপারটা মাথায় রেখেই ভালো করার দিকে মনোযোগ দিয়েছেন আইয়ার। তিনি বলেন, ‘আপনি যদি আমাদের দলে দিকে তাকান, বিশাল লড়াই দেখতে পাবেন। এখানে সুযোগ পাওয়াটা কঠিন। আমি কেবল প্রতিটা সুযোগ কাজে লাগাতে চাই। আমি সবসময় ম্যাচ শেষ করে আসার মনস্থির করে মাঠে নামি।’
নিজেকে নিয়ে আইয়ার বলেন, ‘আমি বেশি বেশি সুযোগের অপেক্ষায় থাকি। আমি এটাকে আরও বাড়াতে চাই। প্রত্যেক খেলোয়াড়েরই নিজস্ব শক্তিমত্তা ও দুর্বলতার জায়গা আছে। আমার মনোযোগই আমার শক্তির জায়গা। আমি মোটেই মানুষের কথায় দমে যাই না, যখন তারা বলে শর্ট বল আমার দুর্বলতা।’
শ্রীলঙ্কা হারলেও আইয়ারের নজর কেড়ে নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। শানাকার ব্যাপারে আইয়ার বলেন, ‘সর্বশেষ দুই ম্যাচে সে বেশ ভালো খেলেছে। সে সহজেই বলকে বাউন্ডারি ছাড়া করছিল। এর জন্য অবশ্য আমাদের বোলারদের আপনি দোষ দিতে পারবেন না। আমরা আমাদের গেম প্ল্যান নিয়ে এগিয়েছি। কিন্তু শানাকা আমাদের বোলারদের ভালো খেলেছে।’
তিন ম্যাচ টি-টোয়েন্টির শেষ ম্যাচে আইয়ারের ব্যাটিং নৈপূণ্যে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতাতে মুখ্য ভূমিকা পালন করেন আইয়ার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]