দীর্ঘ ২৪ বছর পাকিস্তান সফরে গিয়েছে অস্ট্রেলিয়া। ঐতিহাসিক এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের দুই পেসার ফাহিম আশরাফ এবং হাসান আলি। ফিটনেস ইস্যুতে দল থেকে ছিটকে গিয়েছেন তারা।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি ফাহিম আশরাফ। আর পুরো পিএসএলেই ইনজুরি আর ফর্মহীনতায় ভুগেছেন হাসান আলি।
তাদের দুইজনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ব্যাটার ইফতিখার আহমেদ এবং পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তারা ইতিমধ্যেই ইসলামাবাদে দলের সাথে যোগ দিয়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে তাদের দলের সাথে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ফিটনেস ফিরে পেলে দ্বিতীয় টেস্টে আগে দলে ফিরবেন হাসান আলি এবং ফাহিম আশরাফ।
হাসান এবং ফাহিমের দল থেকে ছিটকে যাওয়াটা পাকিস্তানের জন্য বড় দুশ্চিন্তার কারণ। কারণ সর্বশেষ এক বছরের পাকিস্তান টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন তারা।
এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। সেখানে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আছে প্যাট কামিন্সের দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]