মাশরাফিরা পারেননি, তামিমের নেতৃত্বে আফগানদের ‘বাংলাওয়াশ’?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
মাশরাফিরা পারেননি, তামিমের নেতৃত্বে আফগানদের ‘বাংলাওয়াশ’?

সাগরিকার পাড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তান ক্রিকেট দল এবার হোয়াইটওয়াশের লজ্জা পাওয়ার দ্বারপ্রান্তে। ২০১৬ সালে প্রথমবারের দ্বিপাক্ষিক সিরিজে মাশরাফি বিন মর্তুজার দল না পারলেও এবার সেটাই করতে চাচ্ছে তামিম ইকবালের দল। দ্বিতীয়বারের দেখায় সাগরিকার পাড়ে দ্বিপাক্ষিক সিরিজে আফগানদের দিতে চাচ্ছে ‘বাংলাওয়াশের’ লজ্জা।

ক্রিকেট পরাশক্তি হয়ে ওঠা আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ খেলতে সোমবার (২৮ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। শেষ ম্যাচে জয় পেলেই ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো আফগানদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ ক্রিকেট দল।

এর আগে ২০১৬ সালে প্রথমবোরের মতো মিরপুরে তিন ম্যাচে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম দেখায় ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছিল মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে এবার আর ভুল করতে চান না টাইগাররা। আইসিসি ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করার পাশাপাশি প্রথমবারের মতো আফগানের হোয়াইটওয়াশ করতে বদ্ধপরিকর বাংলাদেশ।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে ৪৫ রানেই ৬ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত অবিস্মরণীয়ভাবে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে (৮ নম্বর) থাকলেও ওয়ানডে ফরম্যাটে বেশ পিছিয়ে আফগানিস্তান। তবে ১০ নম্বরে থাকা আফগান হয়ে উঠেছে ওয়ানডে ফরম্যাটেও ক্রিকেটের পরাশক্তি। বাংলাদেশ সফরের আগে খেলা ৬ ম্যাচের সবগুলোতেই তুলে নিয়েছিল জয়। তবে চট্টগ্রামে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর এবার হোয়াইটওয়াশ হওয়ার লজ্জার সামনে পড়েছে তারা।

চট্টগ্রামে চলমান সিরিজটি আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে ২০১৬ সালে মিরপুরে প্রথমবারের মতো তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। সিরিজটি প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরেছিল সফরকারীরা। তবে শেষ ম্যাচে জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করেছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

মাশরাফির নেতৃত্বে প্রথমবারের দেখায় দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ করতে না পারলেও এবার সেই লক্ষ্যে হাঁটছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজটি আইসিসির সুপার লিগের অংশ হওয়ার সিরিজ ছাড়াও প্রতিটি ম্যাচ দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। ফলে কোন প্রকার ছাড় দিয়ে খেলতে রাজি নন টাইগাররা।

ইতিমধ্যে আইসিসি সুপার লিগে ১০০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জয়ের পর আইসিসি সুপার লিগের শীর্ষস্থানও এখন বাংলাদেশের দখলে। তবে এখনও স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করার পথে বহুদূর এগিয়ে গেলে টাইগারদের সামনে বেশ কয়েকটি কঠিন সিরিজ রয়েছে। ফলে প্রতিটি ম্যাচের পয়েন্ট বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রথম ম্যাচ জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজও সেই একই কথা মনে করিয়ে দিয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যেহেতু সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ, আমরা সবাই জানি যে সিরিজের স্কোরলাইন যাই হোক না কেন, প্রতিটি পয়েন্ট এখন গুরুত্বপূর্ণ। হোয়াইটওয়াশের চেয়ে আমাদের ১০টি পয়েন্ট খুব বেশি দরকার। যা পাওয়ার সুযোগও রয়েছে। নিশ্চিতভাবেই আমরা সেই ১০ পয়েন্ট জিততে চাই।”

তিনি আরও বলেন, “নিশ্চিন্ত থাকার কোন সুযোগ নেই। স্কোয়াডে কোন পরিবর্তন আনা হবে কি-না সেটা জানে টিম ম্যানেজমেন্ট। তবে স্কোয়াড যাই হোক না কেন, মূল লক্ষ্য ম্যাচ জয়। আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না।”

এদিকে, তৃতীয় ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ দল। একই সাথে প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

২০১৬ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজের তিন ম্যাচসহ ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৭টিতে জয় পেয়েছে লাল-সবুজের দল। বাকি তিনটিতে জয় পেয়েছে আফগানিস্তান।

এছাড়া আফগানদের বিপক্ষে ২০১৮ সালে খেলা তিন ম্যাচের একমাত্র দ্বিপাক্ষি টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ হয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল শেষে মাত্র ১ রানের ব্যবধানে হেরে গিয়ে হোয়াইওয়াশের লজ্জা পেয়েছিল। পুরো সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের মাটিতে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি ও মাহমুদুল হাসান জয়।

আফগানিস্তান দল
হাশমত শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমাদ মালিক।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘ডট বল’ খেলাও গেম প্লানিংয়ের অংশ: মেহেদী মিরাজ

‘ডট বল’ খেলাও গেম প্লানিংয়ের অংশ: মেহেদী মিরাজ

‘বাংলাদেশকে ভালোবেসেছিলাম, তবে কিছু মানুষ বিশ্বাস করেনি’

‘বাংলাদেশকে ভালোবেসেছিলাম, তবে কিছু মানুষ বিশ্বাস করেনি’

বগুড়ায় চান্দু স্টেডিয়াম নিয়ে ‘প্রশ্নে জর্জরিত’ বিসিবি সিইও

বগুড়ায় চান্দু স্টেডিয়াম নিয়ে ‘প্রশ্নে জর্জরিত’ বিসিবি সিইও

লিটন-মুশফিক অসাধারণ, বোলাররা দুর্দান্ত: তামিম

লিটন-মুশফিক অসাধারণ, বোলাররা দুর্দান্ত: তামিম