দীর্ঘ ২৪ বছর পর পূর্নাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানের মাটিতে পা রেখেছে অজিরা। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা সংশয় থেকেই গিয়েছিল। কিন্তু বিমানবন্দর থেকে হোটেলে পর্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেখে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
রোববার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানে পৌছানোর পর গণমাধ্যমের মুখোমুখি হন অজিদের সাদা পোশাকের দলনেতা। সেখানেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যাশেজজয়ী অজি অধিনায়ক।
২০০৯ সালে লাহোরে সফররত শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলা হয়। এরপর থেকে ক্রিকেট বিশ্বের শীর্ষ দলগুলো সবসময় পাকিস্তানকে ‘অনিরাপদ’ মনে করে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। অবশেষে ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের মধ্য দিয়ে সেটার অবসান হতে যাচ্ছে।
হোটেলে পৌছানোর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন করা হয়। সেখানেই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন কামিন্স। কামিন্স বলেন, ‘আমি অবিশ্বাস্যভাবে নিরাপদ বোধ করছি। পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) আমাদেরকে সত্যিই ভালোভাবে নিরাপত্তা দিয়ে এনেছে।’
কামিন্স আরও বলেন, ‘আমরা আগমনের পরে প্রচুর নিরাপত্তা ছিল। আমরা বিমান থেকে নেমে সরাসরি হোটেলে চলে এসেছি। আমরা এখানে একটি সুন্দর পরিবেশ পেয়েছি। খেলা এবং অনুশীলন ছাড়া আমরা সবসময় হোটেলেই থাকবো।’
নিরাপত্তা নিয়ে সতীর্থদের মধ্যেও কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কামিন্স। কামিন্স বলেন, ‘আমরা সত্যিই ভাগ্যবান, আমাদেরকে পেশাদারভাবে নিরাপত্তায় পরিবেষ্টিত করে হোটেলে আনা হয়েছে।। পাকিস্তান একটি অবিশ্বাস্য ক্রিকেট দেশ। এখানে আসতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি।’
অ্যাশেজে পারফরম্যান্সটা পাকিস্তানেও ধরে রাখতে চান জানিয়ে কামিন্স বলেন, ‘অস্ট্রেলিয়ায় অ্যাশেজে আমরা যেভাবে পারফর্ম করেছি তা নিয়ে আমি সত্যিই গর্বিত। এখন কাজ হলো এটা চালিয়ে যাওয়া। আমাদের সামনে চ্যালেঞ্জ হলো বিদেশের মাটিতেও এটা ধরে রাখা।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]