পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শক ফাওয়াদ আহমেদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শক ফাওয়াদ আহমেদ

পাকিস্তান সফরকে সামনে রেখে বেশ ভালোভাবেই প্রস্তুতি সেরে নিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে স্পিন বোলিং সামলানোর জন্য আরেকটু ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছে তারা। এবার এই সফরের জন্য স্পিন পরামর্শক হিসাবে তারা ডেকেছে পাকিস্তানে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান লেগ-স্পিনার ফাওয়াদ আহমেদকে।

অস্ট্রেলিয়ার দুইটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের নেট বোলার এবং পরামর্শক হিসাবে কাজ করবেন ফাওয়াদ আহমেদ।

সম্প্রতি রশিদ খানের বদলি হিসাবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে যোগ দিয়েছিলেন ফাওয়াদ। পিএসএলের ফাইনালের পর অস্ট্রেলিয়া দলের সাথে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন তিনি। ইতিমধ্যে পাকিস্তান পৌছে গেছে অস্ট্রেলিয়া দল।

দীর্ঘ প্রতিক্ষীত এই সিরিজের আগে ফাওয়াদ আহমেদের অভিজ্ঞতা তাদেরকে খুব সাহায্য করবে বলে মনে করেন অজি দলনেতা প্যাট কামিন্স। কারণ পাকিস্তানের পিচ সম্পর্কে ফাওয়াদ আহমেদের বেশ ভালো ধারণা রয়েছে।

কামিন্স বলেন, ‘ফাওয়াদ আহমেদের পাকিস্তান এবং পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। সে পাকিস্তানের পিচগুলো সম্পর্কে সত্যিই ভালো জানেন। তাই স্পিন পরামর্শদাতা হিসাবে ফাওয়াদ আহমেদ অস্ট্রেলিয়ার জন্য খুব সহায়ক হবেন।’

পাকিস্তানের পিচে খেলা খুব সহজ হবে না বলেও জানিয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়া পাকিস্তানের জন্য সহজ প্রতিপক্ষ হবে না। একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। পাকিস্তান যদি এমন উইকেট প্রস্তুত করে যা ফাস্ট বোলারদের সাহায্য করবে। তবে সেটা অস্ট্রেলিয়াকেও সাহায্য করবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রশিদ খানের পিএসএল ফাইনালে খেলার তথ্যটি ‘গুজব’

রশিদ খানের পিএসএল ফাইনালে খেলার তথ্যটি ‘গুজব’

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে টাইটেল স্পন্সর ‘টিকটক’

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে টাইটেল স্পন্সর ‘টিকটক’

রিজওয়ানের নেতৃত্বগুণ ইমরান খানের সাথে তুলনা করলেন মুশতাক আহমেদ

রিজওয়ানের নেতৃত্বগুণ ইমরান খানের সাথে তুলনা করলেন মুশতাক আহমেদ

বাবর-রিজওয়ানদের ‘ক্রিকেট রহস্য খুঁজতে’ পিএসএলে দৃষ্টি অস্ট্রেলিয়ার

বাবর-রিজওয়ানদের ‘ক্রিকেট রহস্য খুঁজতে’ পিএসএলে দৃষ্টি অস্ট্রেলিয়ার