পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলতে যাচ্ছেন না আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। জাতীয় দলের হয়ে খেলাকেই গুরুত্ব সহকারে দেখছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় এমনটাই জানিয়েছেন এই লেগস্পিনার।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম জানায়, বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে না খেলে পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন রশিদ খান। মুহূর্তেই এই খবরটি বাতাসের গতিতে ছড়িয়ে পড়ে সবখানে।
এরপর অবশ্য জানা যায়, খবরটি ভিত্তিহীন। আফগানিস্তান দলের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, আসলে এমন কোনোকিছুই হয়নি। অপপ্রচার চালিয়েছে পাকিস্তানি মিডিয়া। এরপর ব্যাপারটা সবার কাছে পরিষ্কার করতে রশিদ খান নিজেই টুইটারে একটি বিবৃতি দেন।
টুইটার বিবৃতিতে রশিদ বলেন, ‘ফাইনালে লাহোর কালান্দার্সের অংশ হতে পারলে এবং খেলতে পারলে খুব ভালো লাগতো। তবে আমার কাছে সবার আগে জাতীয় দল। আমি অধিনায়ক শাহীন আফ্রিদি ও দলের জন্য শুভকামনা জানাই ইনশাল্লাহ।’
তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। ইতিমধ্যে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। দুই ম্যাচেই হেরে সিরিজ খুঁইয়ে বসেছে সফরকারীরা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]