শততম টেস্টে দর্শক পাচ্ছেন না কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
শততম টেস্টে দর্শক পাচ্ছেন না কোহলি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মোহালিতে মাঠে নামবে ভারত। এ ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে নিজের শততম ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তবে এ ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

শ্রীলঙ্কা সিরিজের পরপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর সাথে যোগ দিবেন ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেটারদের করোনা ঝুঁকি এড়াতে মাঠে দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিষয়টি নিশ্চিত করেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।

চলতি বছরের ৪ মার্চ থেকে পাঞ্জাবের মোহালিতে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজের প্রথম ম্যাচেই নিজের শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন কোহলি। তবে নিজের ক্যারিয়ারের মাইলফলকের এ ম্যাচে দর্শক পাবেন না।

তিন বছর পর মোহালিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হচ্ছে। এ ম্যাচে দর্শক প্রবেশ করতে দিতে না পারায় হতাশ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনও (পিএসএ)। কিন্তু ক্রিকেটারদের স্বার্থের এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানিয়েছেন পিএসএ-র কর্মকর্তা।

তিনি বলেন, ‘প্রায় তিন বছর পর মোহালিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। করোনাভাইরাস মহামারির কারণে মাঠে দর্শক প্রবেশ করতে দেওয় হবে না। এটা হতাশাজনক। তবে ক্রিকেটের স্বার্থে এটা মেনে নিতে হবে।’

মাঠে দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও কোহলির শততম টেস্ট উদযাপণে কমতি রাখছে না পিএসএ। তারা জানিয়েছে, পুরো স্টেডিয়ামজুড়ে বিভিন্ন বিলবোর্ড স্থাপণ করা হবে। সেখানে কোহলি ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় ঘটনা তুলে ধরা হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট বল হতে আনুষ্কা শর্মা

ক্রিকেট বল হতে আনুষ্কা শর্মা

ঋদ্ধিমান-সাংবাদিক বিতর্কে বিসিসিআইয়ের তদন্ত কমিটি

ঋদ্ধিমান-সাংবাদিক বিতর্কে বিসিসিআইয়ের তদন্ত কমিটি

বিসিসিআইয়ের কাঠগড়ায় ঋদ্ধিমান সাহা!

বিসিসিআইয়ের কাঠগড়ায় ঋদ্ধিমান সাহা!

ওয়াংখেড়ের ম্যাচ নিয়ে আপত্তি, বিপাকে আইপিএল কর্তৃপক্ষ

ওয়াংখেড়ের ম্যাচ নিয়ে আপত্তি, বিপাকে আইপিএল কর্তৃপক্ষ