চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে আফগান ব্যাটার রহমত শাহ’র আউট নিয়ে বেশ নাটকীয়তার জন্য দিয়েছে। একবার নয়, দু-দু’বার রহমত শাহ’র আউট নিয়ে তৈরি হয়েছিল বিভ্রান্তি। তবে শেষ পর্যন্ত আর রক্ষা পাননি তিনি।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানদের এ ওপেনার প্রথমবার ৩৬ রানে জীবন পান। দ্বিতীয়বার ব্যক্তিগত ৫২ রানে প্রথমে বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি।
ইনিংসের ১৭তম ওভারে সাকিব আল হাসানের বলে নাজিবুল্লাহ জাদরানের শট নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প সরাসরি ভেঙে দেয় এবং তখন নন-স্ট্রাইকে থাকা রহমত ক্রিজের বাইরে ছিলেন। প্রথম দেখায়, বলটি স্টাম্পে আঘাত করার আগে সাকিবের আঙুল স্পর্শ করেছিল বলে মনে হয়।
মাঠে থাকা অন-ফিল্ড আম্পায়াররা বিষয়টি পরিস্কার দেখতে না পারায় তৃতীয় আম্পায়ার কল করেন। এসব কিছু চোখের পলকেই ঘটে যায়। যা আসলে অন-ফিল্ড আম্পায়ারদের জন্য পরিস্কারভাবে দেখতে পাওয়া বেশ কষ্টসাধ্য বিষয়ও বটে। সে সময় অবশ্য সাকিব নিজেও জানান, বল তার হাত স্পর্শ করেনি।
বিষয়টি এত অল্প সময়ে ঘটেছিল যে, তৃতীয় আম্পায়ারও আউট দেন। তবে সাকিব তখনও জানান, এটি আউট ছিল না। পরে আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে পুনরায় দেখার আহ্বান জানান ব্যাটার। পরে সে যাত্রায় বেঁচে যান তিনি।
দ্বিতীয়বার আবার নাটকীয় ঘটনা ঘটে ৫২ রানে, তাসকিন আহমেদ স্টাম্প ঠিকভাবে উপড়ে ফেলতে না পারলেও হালকাভাবে স্পর্শ করায় স্টাম্পের বেল পড়ে যায়। বোলার তাসকিনসহ অন্যান্য খেলোয়াড়রাও প্রথমে বুঝতে পারেননি কী ঘটেছে, ফলে আবেদনও করেননি।
অল্প সময়ের ব্যবধানেই বিষয়টি ইয়াসির আলির চোখে ধরা পড়ে। ইয়াসির আলির সাড়ায় সবাই উদযাপনে মেতে উঠেন। তারপরও তৃতীয় আম্পায়ার আবার তা পরীক্ষার করে আউট ঘোষণা করেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]