ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসর মাঠ গড়াতে খুব বেশি দেরি নেই। এর মধ্যেই সবকিছু চূড়ান্ত করে ফেলেছে আইপিএল কর্তৃপক্ষ। এবার ঘোষণা করা হলো পুরো আসরের খেলার পদ্ধতি। আনুষ্ঠানিক বিবৃতিতে দল বিভাজন, ম্যাচ সংখ্যা ও ভেন্যুর নাম জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এবার খেলা হবে গ্রুপ পদ্ধতিতে। আসরে ১০টি দুই গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। প্রতিটি দল গ্রুপ পর্বে ম্যাচ পাবে ১৪টি করে। এর মধ্যে ৭টি করে খেলবে ঘরের মাঠে, বাকি ৭টি প্রতিপক্ষের মাঠে।
দশটি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ ‘এ’ ও ‘বি’ নামে। গ্রুপ ‘এ’তে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্ট। গ্রুপ ‘বি’তে আছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।
নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ ‘এ’ ও ‘বি’-এর প্রতিটি দল নিজ নিজ গ্রুপের দলগুলোর বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আবার এক গ্রুপের দল অন্য গ্রুপের বাকি চার দলের বিপক্ষে একবার করে খেলবে।
উদাহরণস্বরূপ, ‘এ’ গ্রুপ থেকে কলকাতা মুম্বাই, রাজস্থান, দিল্লী, লখনৌ ও হায়দরাবাদের বিপক্ষে দু’বার খেলবে। আবার 'বি' গ্রুপের চেন্নাই, ব্যাঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের বিপক্ষে একবার করে খেলবে।
আইপিএলে এই পদ্ধতি সর্বশেষ ব্যবহৃত হয়েছিল ২০১১ সালের আসরে। সেই আসরে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং কোচি টাস্কার্স কেরালা নামে দুটি নতুন দল ছিল।
এবারের আসর শুরু হবে ২৬ মার্চ। শেষ হবে ২৯ মে। মুম্বাই এবং পুনের চারটি ভেন্যুতে গ্রুপ পর্বের ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৪টি করে এবং ব্র্যাবোর্ন ও এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩টি করে ম্যাচ খেলবে।
আপাতত গ্রুপর্বের জন্য ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে। প্লে-অফ ম্যাচের জন্য পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টা নিশ্চিত করেছেন আইপিএল কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
৭০টি ম্যাচের মধ্যে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ। ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ। পুনের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]