ফ্র্যাঞ্চাইজিভিত্তিক অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশের দল সিডনি থান্ডার ছেড়েছেন অজি ব্যাটার উসমান খাজা। সামনের মৌসুম থেকে পরিবারকে সময় দিতেই খাজার এই সিদ্ধান্ত। সিডনি ছাড়ার বিষয়টা নিশ্চিত করেছেন খাজা নিজেই।
বিগব্যাশের দল সিডনি থান্ডারের সাথে আরো এক মৌসুমের চুক্তি ছিল খাজার। কিন্তু পরিবারের প্রয়োজনের কথা ভেবে তার আগেই সরে দাঁড়ালেন। আগামী গ্রীষ্ম মৌসুম থেকে পরিবারের সাথে কুইন্সল্যান্ডে আরও বেশি সময় কাটাতে চান তিনি।
সিডনি থান্ডার ছাড়ার সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। খাজা জানিয়েছেন, থান্ডারের সাথে সম্পর্ক ছিন্ন করা ছিল তার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তবে এপ্রিলে পৃথিবীর আলো দেখতে চাওয়া সন্তানের জন্য সেটাও নিয়ে ফেললেন এই অজি ব্যাটার।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে খাজা বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে এটা আমার কাছে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কারণ সিডনি থান্ডার... আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবুও যাই হোক, এটা পারিবারিক ব্যাপার।’
খাজা আরও বলেন, ‘আমি চলে যাচ্ছি। যারা আমাকে চেনেন তারা বুঝতে পাররেন যে আমার হৃদয়ের একটি বড় অংশ সর্বদা থান্ডারের সাথে থাকবে। আমি চাই না যে লোকেরা ভাবুক আমি আমার সম্পর্ক ছিন্ন করেছি...কারণ আমি সর্বদা ক্লাব, খেলোয়াড় এবং পুরো সংগঠনের ভালো চাইবো।’
সিডনি থান্ডার ছেড়ে গেলেও এখনই ব্রিসবেন হিটে যোগ দিচ্ছে না খাজা। সিডনি থান্ডারের হয়ে এ পর্যন্ত ১৮১৮ রান সংগ্রহ করে দলটির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উপরেই আছেন তিনি।
খাজার সিডনি ছাড়ার বিষয়ে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ)-এর প্রধান মাইকেল ক্লিঙ্গার বলেন, ‘এটি হতাশাজনক। সিডনি থান্ডার এবং ক্রিকেট এনএসডব্লিউ অবশ্যই তাকে রাখতে চেয়েছিল। তবে পরিবারের জন্য তার সিদ্ধান্তের প্রশংসা করি, সম্মান করি এবং সমর্থন করি।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]