দীর্ঘ দুই যুগ পর পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে দু’দল। টেস্ট সিরিজের জন্য টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে শর্ট ভিডিও তৈরির প্লাটফর্ম টিকটক।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) টেস্ট সিরিজের জন্য টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে পিসিবি। প্রথমবারের মতো ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজে স্পন্সর হলো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই টিকটকে নিজেদের অফিসিয়াল একাউন্ট তৈরি করবে পিসিবি। সেখানে ক্রিকেটপ্রেমীরা পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন কন্টেন্ট দেখতে পারবে।
অস্ট্রেলিয়া সিরিজের বেশ আগেই পাকিস্তান ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে টিকটক। চলমান পাকিস্তান সুপার লিগের সপ্তম আসরেও স্পন্সর হিসেবে যুক্ত আছে টিকটক।
পাকিস্তান-অস্ট্রেলিয়া সফরসূচি
টেস্ট
৪-৮ মার্চ- ১ম টেস্ট, রাওয়ালপিন্ডি
১২-১৬ মার্চ- ২য় টেস্ট, করাচি
২১-২৫ মার্চ- ৩য় টেস্ট, লাহোর
ওয়ানডে
২৯ মার্চ- ১ম ওয়ানডে, রাওয়ালপিন্ডি
৩১ মার্চ- ২য় ওয়ানডে, রাওয়ালপিন্ডি
২ এপ্রিল- ৩য় ওয়ানডে- রাওয়ালপিন্ডি
টি-টোয়েন্টি
৫ এপ্রিল- একমাত্র টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]