পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরটা স্বপ্নের মতো কাটাচ্ছে মুলতান সুলতানস। ইতিমধ্যে তারা পৌছে গেছে ফাইনালের মঞ্চে। এগারো ম্যাচের মধ্যে নয়টিতেই জয় তুলে নিয়েছিল তারা। দলের এমন অবস্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
এবার রিজওয়ানের প্রশংসায় মাতলেন মুলতানের সহকারী কোচ মুশতাক আহমেদ। রিজওয়ানের নেতৃত্বগুণকে তিনি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের নেতৃত্বগুণের সাথে তুলনা করেছেন। খেলাধুলাভিত্তিক পাকিস্তানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে এমনটাই বলেছেন মুশতাক।
মুলতানের ফাইনালে ওঠার কারিগর হিসাবে তিনি মূল কৃতিত্বটা দিয়েছেন খেলোয়াড়দের। এরপর বলেছেন অধিনায়ক রিজওয়ানের কথা। মুশতাক আহমেদ বলেন, ‘জেতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নেতৃত্বের গুণমান। এখানে রিজওয়ান চমৎকার একজন নেতা। যে কিনা ম্যাচের পরিকল্পনা বাস্তবায়নের জন্য খেলোয়াড়দের সাথে মিলে কাজ করে।’
এবারের আসরে নতুন অধিনায়কের অধীনে খেলতে নেমেছিল মুলতান। অধিনায়কত্বের পরিবর্তন মুলতানের জন্য টার্নিং পয়েন্ট কিনা? এমন প্রশ্নের জবাবে সাবেক পাকিস্তানি ক্রিকেটার জানান, কেবল অধিনায়কত্ব নয়, আরও অনেক কারণ রয়েছে।
তিনি বলেন, ‘অনেকগুলি কারণ রয়েছে যা কার্যকর হলেই সফলতা আসে। অধিনায়ককে খেলোয়াড়দের বিশ্বাস অর্জন করতে হবে। খেলোয়াড় এবং অধিনায়কের মধ্যে রসায়ন থাকতে হবে। তাহলে খেলোয়াড়রা আপনাকে অধিনায়ক হিসাবে সম্মান করবে। আপনার মতামতকে মূল্য দিবে। পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে।’
পাকিস্তানের কিংবদন্তি স্পিনার একজন নেতা হিসাবে রিজওয়ানের দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেন, ‘নেতৃত্বে তিনটি জিনিসের প্রয়োজন। আপনাকে সৎ হতে হবে, পারফরম্যান্সের মাধ্যমে নেতৃত্ব দিতে হবে এবং একজন সিদ্ধান্ত গ্রহণকারী হতে হবে। এই তিনটি জিনিসই রিজওয়ানের মধ্যে বিদ্যমান।’
ইমরান খানের সঙ্গে রিজওয়ানের তুলনা করে মুশতাক বলেন, ‘আমার মনে আছে, আমি ব্রিসবেনে ৭০ রান দিয়েছিলা। তখন ইমরান ভাই আমাকে সমর্থন করেছিলেন। আমি মনে করি একজন নেতা হিসাবে আপনার খেলোয়াড়দের সমর্থন করা গুরুত্বপূর্ণ। রিজওয়ানের নেতৃত্ব এই ব্যাপারটা বিশাল ইতিবাচক দিক।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]