আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এরপরেও স্কোরবোর্ডে রান ১০০ এর কোটা পার করার আগেই প্যাভিলিয়নে ফিরছিলেন দুই ব্যাটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। এরপরেই দলের হাল ধরেন ওপেনার লিটন দাস আর অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুইজন মিলে গড়ে তোলেন ২০২ রানের রেকর্ড জুটি।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এ ম্যাচেই তৃতীয় উইকেটে দেশের সেরা জুটি গড়েন লিটন এবং মুশফিক।
স্কোরবোর্ডের ৮৩ রান হতে সাকিব ড্রেসিং রুমে ফিরলে মাঠে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। সঙ্গী লিটন দাসকে সাথে নিয়ে গড়ে তোলেন রেকর্ড ২০২ রানের জুটি। শুধু তৃতীয় উইকেটে নয়, ওয়ানডেতে এটি বাংলাদেশের পঞ্চম সেরা উইকেট জুটি।
তৃতীয় উইকেট জুটিতে এটি বাংলাদেশের সেরা জুটি। এর আগে তৃতীয় উইকেট বাংলাদেশের সেরা জুটি ছিল ১৭৮। ২০১৫ সালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে এই জুটি গড়েন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
তৃতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়ার পথে দুইজনই খেলেছেন ঠান্ডা মাথায়। জুটিতে ১১০ রান করেন লিটন আর ৮৬ রান আসে মুশফিকের ব্যাট থেকে। তৃতীয় উইকেট বাংলাদেশের সেরা পাঁচ জুটিতেই আছে মুশফিকুর রহিমের নাম।
আফগানিস্তানের বিপক্ষে ২০২ রানের জুটি আরও সামনে এগিয়ে নেওয়ার সুযোগ ছিল লিটন-মুশফিকের সামনে। আফগান পেসার ফরিদ আহমেদের করা স্লোয়ার বলে ডিপ স্কয়ার লেগে মুজিব উর রহমানের কাছে ক্যাচ না তুলে দিলে হয়তো হতে পারতো আরও ভালো কোনো ইনিংস।
তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা পাঁচ জুটি
২০২- লিটন দাস-মুশফিকুর রহিম, প্রতিপক্ষ আফগানিস্তান, চট্টগ্রাম, ২০২২
১৭৮- তামিম ইকবাল- মুশফিকুর রহিম, প্রতিপক্ষ পাকিস্তান, মিরপুর, ২০১৫
১৭৪ - এনামুল হক বিজয়- মুশফিকুর রহিম, প্রতিপক্ষ উইন্ডিজ, খুলনা, ২০১২
১৬৬- তামিম ইকবাল- মুশফিকুর রহিম, প্রতিপক্ষ ইংল্যান্ড, ওভাল, ২০১৭
১৪২- সাকিব আল হাসান-মুশফিকুর রহিম, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ওভাল,২০১৯।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]