শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা পাননি ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। এরপরেই দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং ভারত দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে কাঠগড়ায় দাঁড়া করিয়েছিলেন। যা কিনা বিসিসিআইয়ের কোড অব কন্ডাক্ট বিরোধী। এ কারণেই বিসিসিআইয়ের কাঠগড়ায় যেতে হচ্ছে ঋদ্ধিমানকে।
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ হওয়ায় বোর্ডের সমালোচনা করতে পারেননা ক্রিকেটাররা। তবে সেই কাজই করেছেন ঋদ্ধিমান। এ কারণেই তাকে শুনানি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের কোষাধক্ষ্য অরুণ ধামাল।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা এবং ঋদ্ধিমান সাহা। দল থেকে বাদ পরার পর কেউ কোনো মন্তব্য না করলেও ক্ষোভ প্রকাশ করেন ঋদ্ধিমান।
সেখানে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক চেতন শর্মার বিরুদ্ধে অভিযোগ করেন। মূলত এ কারণেই শাস্তির মুখোমুখি হতে পারেন তিনি।
সর্বশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ ইনিংস খেলেছিলেন ঋদ্ধিমান সাহা। এরপরেই তাকে অভিনন্দন জানান বোর্ড সভাপতি সৌরভ। এ নিয়েও তাকে খোঁচা দেন ঋদ্ধিমান।
এতেই ভেঙেছে বিসিসিআইয়ের কোড অব কন্ডাক্ট। বিসিসিআইয়ের কোড অব কন্ডাক্টের ৬.৩ ধারায় বলা আছে, ‘কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা বোর্ড, বোর্ড অফিসিয়াল, দল নির্বাচন কিংবা টেকনোলজি এসব নিয়ে কোনো ধরনের বক্তব্য দিতে পারবেন না।’
এ বিষয়ে অরুণ ধামাল বলেন, ‘ঋদ্ধিমানকে জিজ্ঞাসাবাদ করা সম্ভাবনা আছে। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়ে কেন সে এসব করলো তা জানতে চাইতে পারে।’
এছাড়াও দক্ষিণ আফ্রিকা সফরে কোচ রাহুল দ্রাবিড় ঋদ্ধিমানকে অবসর নেওয়ার পরামর্শ দেন। ঋদ্ধিমান সে বিষয়টিও প্রকাশ্যে এনেছেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘ড্রেসিং রুমে কোচের সাথে কি কথা হয়েছে, তা কেন প্রকাশ্যে এনেছেন, সে বিষয়টি বিসিসিআই জানতে চাইতে পারে।’
তবে ঋদ্ধিমানের এ বক্তব্যে কোচ রাহুল দ্রাবিড় আঘাত পাননি। তবে ঋদ্ধিমানের বিষয়টি নিয়ে পরিষ্কার থাকতে চান বলেও জানিয়েছেন অরুণ ধামাল।
এ বিষয়ে তিনি বলেন, ‘কোচ ক্রিকেটারদের সাথে নিজের সম্পর্ক ঠিক রাখতে চান। তাদের সাথে ভালোভাবে যোগাযোগ রাখতে চান।’
ঋদ্ধিমানকে কবে নাগাদ বিসিসিআই তলব করতে পারে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই জানান নি অরুণ। তিনি বলেন, ‘জাতীয় দলের সামনে এখন ব্যস্ত সূচি। তবে কিছুদিনের মধ্যেই তাকে তলব করা হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]