ঈশাণ-শ্রেয়াস ঝড়ে লঙ্কানদের উড়িয়ে দিলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
ঈশাণ-শ্রেয়াস ঝড়ে লঙ্কানদের উড়িয়ে দিলো ভারত

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হেরে ভারতের পা রেখেছিল শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল লঙ্কানরা। তবে ঈশান কিষাণ এবং শ্রেয়াস আইয়ারের ব্যাটে ভর করে লঙ্কানদের উড়িয়ে দিলো রোহিত শর্মা বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে  ৬৩ রানের জয় পেয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) লাক্ষ্মৌয়ে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ভারত। লঙ্কান বোলারদের তুলোধোনা করে নির্ধারিত ওভার শেষে মাত্র দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৯ রান তোলে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষাণ। দুইজন মিলে গড়েন ১১১ রানের জুটি। অধিনায়ক রোহিত ৩২ বলে ৪৪ রান করে ফিরলে ভাঙে এই জুটি।

এর পর লঙ্কান বোলারদের উপর তান্ডব চালাতে শুরু করেন ঈশান কিষাণ এবং শ্রেয়াস আইয়ার। জুটি বড় না হলেও ব্যাটে ঝড় চালিয়ে নেন শ্রেয়াস। শেষ পর্যন্ত ২৮ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন তিনি।

অপরদিকে ভারতের হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন ঈশান। শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা এবং দাশুন শানাকা একটি করে উইকেট শিকার করেন।

২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এরপর অবশ্য ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। দলীয় ৬০ রানেই হারিয়ে ফেলে পাঁচ উইকেট।

এরপর দলের হাল ধরেন চারিথ আসালাঙ্কা। তার ৪৭ বলে ৫৩ রানে ভর করে ১৩৭ রানে থামে লঙ্কানদের ইনিংস। এতেই ভারতের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার এবং ভেঙ্কটেশ আইয়ার।

সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১৯৯/২ (কিষাণ ৮৯, শ্রেয়াস ৫৭*, রোহিত ৪৪, শানাকা ১৯/১, কুমারা ৪৩/১)
শ্রীলঙ্কা : ১৩৭/৬ (আসালঙ্কা ৫৩*, চামিরা ২৪*, ভুবনেশ্বর ৯/২, ভেঙ্কাটেশ ৩৬/২)
ফলাফল ভারত ৬২ রানে জয়ী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঋদ্ধিমানের ‘ছাটাই’, মানতে পারছেন না সৈয়দ কিরমানি

ঋদ্ধিমানের ‘ছাটাই’, মানতে পারছেন না সৈয়দ কিরমানি

করোনায় ভারত সিরিজেও অনিশ্চিত হাসারাঙ্গা

করোনায় ভারত সিরিজেও অনিশ্চিত হাসারাঙ্গা

নেটে বুমরাহকে খেলতে উদগ্রীব হয়ে আছি : টিম ডেভিড

নেটে বুমরাহকে খেলতে উদগ্রীব হয়ে আছি : টিম ডেভিড

আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনতে মুখোমুখি লড়াইয়ে অ্যামাজন-রিলায়েন্স

আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনতে মুখোমুখি লড়াইয়ে অ্যামাজন-রিলায়েন্স