গত সপ্তাহে ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংলিশ ব্যাটার আলেক্স হেলস। সবাই ধরে নিয়েছিল আর ফিরবেন না হেলস। সবার ধারণা ভুল প্রমাণিত করে আবারও ফিরে এসেছেন তিনি।
হেলসের ফেরার বিষয়টা নিশ্চিত করেছে তার দল ইসলামাবাদ ইউনাইটেড। পেশোয়ার জালমির বিপক্ষে এলিমিনেটর ম্যাচ দিয়ে আবারও ইসলামাবাদের জার্সি গায়ে মাঠে নামবেন এই হার্ডহিটার ব্যাটার।
হেলস ফিরলেও তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না তাকে। কেননা আগে থেকেই তিনি করোনা নেগেটিভ ছিলেন। হেলসের যোগদান করাটা এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদকে আরও শক্তিশালি করবে বলেই মনে করছেন সবাই।
চলতি পিএসএলে ভালো শুরু করেছিলেন ইংলিশ তারকা। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সাতটি ম্যাচ খেলেছিলেন হেলস। তাতে ৪২ দশমিক ৫০ গড়ে রান করেছেন ২৫৫। হাফ সেঞ্চুরি করেছেন দুইটি।
পিসিএলের পয়েন্ট তালিকায় চার নাম্বারে রয়েছে হেলসের দল ইসলামাবাদ ইউনাইটেড। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম এলিমিনেটর ম্যাচে তারা পেশোয়ার জালমির মুখোমুখি হবে।
আজ পেশোয়ারের বিপক্ষে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ইসলামাবাদ। আর যদি জয় পায় তবে মুখোমুখি হবে কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের। সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হতে পারে মুলতান সুলতানস বা লাহোর কালান্দার্সের কোন একদল।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]