জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সাফল্য ও ব্যর্থতা নিয়ে দেশের গণমাধ্যম থেকে শুরু করে বোর্ড সংশ্লিষ্ট অনেকেই নানা কথা বলছেন। বিশেষ করে সাবেক প্রধান কোচ জেমি সিডন্স টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হওয়ার পর ডোমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে গণমাধ্যম বা বাইরের মানুষের কথা ‘কানে নেন না’ বলে জানালেন কোচ রাসেল ডোমিঙ্গো।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে ছুটিতে থাকা ডোমিঙ্গো আফগানিস্তান সিরিজের আগে দলের সাথে যোগ দিয়েছেন। একই সিরিজ দিয়ে দলের সাথে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন জেমি সিডন্স। সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডারদের ব্যর্থতার পরও আফিফ-মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেয়েছে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমের সাথে মুখোমুখি হয়েছিলেন রাসেল ডোমিঙ্গো। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, বিসিবি সাথে চুক্তির বিষয়ে কোন কথা হয়েছে কি-না? জাবাবে ডোমিঙ্গো বলেন, “এটা বিসিবির ব্যাপার স্যার। যদি আত্মবিশ্বাসী (বিসিবি রাখবে কি রাখবে না) হতে হয়, তাহলে তো আন্তর্জাতিক দলকে কোচিং করাতে পারবো না।”
তিনি আরও বলেন, “গণমাধ্যম ও মানুষ যা বলে, আমি তাতে মেজাজ হারাতে পারি। কিন্তু এটা করা জরুরি নয়। আপনাদের (সাংবাদিক) কাজ এটা, আপনারা আমাকে বা খেলোয়াড়দের নিয়ে যা খুশি লিখতে পারেন। আমি সেটা খেলোয়াড়দের থেকে দূরে রাখি। আপনাদের যা খুশি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি মেজাজ হারাবো না। কিন্তু সত্যি বলতে, আপনারা যা লেখেন তা বেশিরভাগ সময় আমি বুঝতেই পারি না।”
টাইগারদের নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স সম্পর্কে ডোমিঙ্গো বলেন, “সে অনেক অভিজ্ঞ একজন কোচ। বিশ্বজুড়ে কোচিং করিয়েছে। এখানকার (বাংলাদেশ) সিস্টেম সে জানে, অনেক খেলোয়াড়কে সে চেনে। হয়তো আমার চেয়েও ভালো জানে। কারণ, আগেও সে এখানে ছিল। তাই তাকে পেয়ে ভালো লাগছে। কোচিং স্টাফে সে অনেক অভিজ্ঞতা বাড়িয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।”
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]