অস্ট্রেলিয়া সফরে করোনা পজিটিভ হয়েছিলেন শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেখানে কোয়ারেন্টাইনের শেষ দিনে এসে আবারও করোনা পজিটিভ হয়েছেন। এ কারণে তাকে আবারও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে করোনা আক্রান্ত হন হাসারাঙ্গা। এরপর থেকেই অস্ট্রেলিয়ায় আইসোলেশনে আছেন। বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টাইনের শেষ দিনে করানো পরীক্ষায় আবারও পজেটিভ হয়েছেন তিনি।
করোনা পজেটিভ হওয়ায় এখনই অস্ট্রেলিয়া ছাড়তে পারছেন না হাসারাঙ্গা। এ কারণে তাকে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।
অস্ট্রেলিয়া সরকারের করোনা প্রোটোকল অনুযায়ী এখনই আইসোলেশন থেকে বের হতে পারবেন না হাসারাঙ্গা। করোনা নেগেটিভ হলে তবেই আইসোলেশন থেকে মুক্তি মিলবে। এরপরেই অস্ট্রেলিয়া ছাড়তে পারবেন তিনি।
এখনও অস্ট্রেলিয়া ছাড়তে না পারায় নিশ্চিতভাবে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অনুপস্থিত থাকছেন হাসারাঙ্গা। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার (২৬ ফেব্রুয়ারি) এবং রোববার (২৭ ফেব্রুয়ারি)।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]