কয়েকদিন আগে সরফরাজ আহমেদের অধিনায়কত্বের ধরণ নিয়ে সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। জবাবে সরফরাজও একহাত নিয়েছিলেন বাটকে। এবার সরফরাজ পাশে পেলেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফকে। তিনি বলেছেন, সরফরাজ আহমেদের অধিনায়কত্বের ধরণ পরিবর্তন করার দরকার নেই। কারণ এভাবেই তিনি অসংখ্য শিরোপা জিতেছেন।
পাকিস্তানের এক খেলাধুলা বিষয়ক এক গণমাধ্যমের সাথে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন ৫৩ বছর বয়সী লতিফ। সমালোচকদের কাছে তিনি অনন্যা অধিনায়কদের অর্জনও জানতে চেয়েছেন।
সরফরাজের নেতৃত্বে ২০০৬ সালে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অধিনায়কও ছিলেন তিনি। তার অধীনে ২০১৯ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চ্যাম্পিয়ন হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
দলনেতা হিসাবে সরফরাজের এসব অর্জন টেনে এনে লতিফ বলেন, ‘সরফরাজ এভাবেই অধিনায়কত্ব করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, পিএসএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আমার প্রশ্ন হল, যারা সরফরাজের নেতৃত্বের সমালোচনা করেছেন, তারা পিএসএল বা আন্তর্জাতিক ক্রিকেটে কী অর্জন করেছে?’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব স্টাইল আছে। মঈন খান, এমএস ধোনি এবং অ্যাডাম গিলক্রিস্ট সবাই আলাদা ছিল। আমি সরফরাজকে কখনই নিজেকে বদলাতে বলবো না। তার নিজস্ব দল আছে এবং যদি সে কাউকে বকাঝকা করে তবে তা সময়ের প্রয়োজনেই হচ্ছে।’
গত সপ্তাহে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিমও সরফরাজের পক্ষে কথা বলেছিলেন। সরফরাজ আহমেদের অধিনায়কত্ব নিয়ে ওমর বলেছিলেন, ‘সরফরাজ যখন অত্যন্ত চাপের মধ্যে থাকে। তখন আগ্রাসী হয়ে ওঠে। তবে তার অধিনায়কত্ব করার স্বাধীনতা রয়েছে; তা আগ্রাসন হোক বা শান্ত।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]