প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ পেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল না পাওয়া ভারতের ডান-হাতি পেসার ইশান্ত শর্মা। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দ্বিতীয় বিভাগের ম্যাচে লিচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৬৬ রান করেন সাসেক্সের হয়ে খেলতে নামা ইশান্ত।
চারদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৫৪ রান করে সাসেক্স। ৯ নম্বরে ব্যাট হাতে নেমে দিন শেষে ৮ রানে অপরাজিত থাকেন ইশান্ত।
নিজের ক্যারিয়ারে ১২০তম প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে প্রথমবারের মত হাফ-সেঞ্চুরি তুলে নেন ইশান্ত। শেষ পর্যন্ত ১৮২ মিনিট ক্রিজে থেকে ৬টি চার ও ১টি ছক্কায় ১৪১ বলে ৬৬ রান করেন তিনি।
ইশান্তের ৬৬ রানের সাথে মাইকেল বার্গেসের অপরাজিত ১০১, লুক রাইটের ৮৮ ও অধিনায়ক বেন ব্রাউনের ৬৪ রানের সুবাদে ৮ উইকেটে ৪৩৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সাসেক্স।
ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে ওঠেন ইশান্ত। ১৭ ওভার বল করে ৫১ রানে ২ উইকেট নেন তিনি। ওয়ারউইকশায়ারের বিপক্ষে কাউন্টিতে নিজের প্রথম ম্যাচে ৫ উইকেট ও ২২ রান করেন ইশান্ত।