অস্ট্রেলয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড এবং আরব আরমিরাত। গ্লোবাল কোয়ালিফায়ারে ওমানকে হারিয়ে টানা সপ্তম বারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে আইরিশরা। অপরদিকে বিশ্বকাপে জায়গা পেতে নেপালকে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে উঠতে না পারায় গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল আয়ারল্যান্ড। সেখানে নিজেদের প্রভাব ধরে রেখে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। টানা সপ্তম বারের মতো ছোট সংস্করণে বিশ্বকাপে খেলবে আইরিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে নিজেদের জায়গা করে নিতে পারেনি আয়ারল্যান্ড। তবে পরের সাত আসরেই নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল ইউরোপের এই দেশটি।
অপরদিকে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেল সংযুক্ত আরব আমিরাত। নেপালকে ৬৮ রানে হারিয়ে এ সুযোগ করে নেয় তারা। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল সংযুক্ত আরব আমিরাত।
আয়ারল্যান্ড এবং আরব আমিরাত যথাক্রমে ১৩ এবং ১৪তম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। গ্লোবাল বাছাই পর্ব থেকে আরও দুইটি দল বিশ্বকাপে জায়গা করে নিবে।
বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার ম্যাচে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিল আয়ারল্যান্ড। জবাবে ১০৯ রানেই গুটিয়ে যায় ওমানের ইনিংস। অপরদিকে নেপালের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে আরব আমিরাত। জবাবে ১০৭ রানে থামে নেপালের ইনিংস।
টুর্নামেন্টের শুরুর তিন ম্যাচ জিতে বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড় শুরু করে নেপাল। তবে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে নেপাল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]